কলকাতা, 19 মে:ভয়াবহ বিস্ফোরণে শরীরের 80 শতাংশ তখন পুড়ে গিয়েছে ৷ সেই অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে হবে ৷ গুরুতর জখম অবস্থাতেই এগরার বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ নিজের নকল আধার কার্ড বানিয়েছিলেন ৷ তাও আবার মাত্র 90 মিনিটে ৷ সেই ভুয়ো আধার কার্ড ওড়িশার হাসপাতালে দেখিয়ে নিজেকে ওড়িশাবাসী বলে দাবি করেছিলেন তিনি ৷ তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ৷
পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার ভানু বাগ বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতরভাবে জখম হন । এরপরেই মাত্র 90 মিনিটের প্রচেষ্টায় তিনি তাঁর পরিচয় পত্র আধার কার্ড নকল করে নেন । এরপর জখম অবস্থাতেই বাইকে চড়ে সরাসরি তিনি একটি রাস্তা ধরে পাড়ি দেন ওড়িশার কটকে ।
পুলিশ সূত্রে খবর, আধার কার্ড নকল করার প্রক্রিয়া এত তাড়াতাড়ি করেছিলেন ভানু বাগ যে, মাত্র দেড় ঘণ্টার মধ্যে সেই নকল আধার কার্ড তিনি জমা দেন ওড়িশার রুদ্র হাসপাতালে । সেখানে নিজেকে ওড়িশাবাসী বলে পরিচয় দিয়ে সেই হাসপাতালে ভর্তি হন ভানু বাগ । সিআইডির সন্দেহ, এই ঘটনায় ভানু বাগের পাশাপাশি আরও একাধিক মাস্টারমাইন্ড যুক্ত রয়েছে, যারা নকল আধার কার্ড তৈরি করতে কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকে সাহায্য করেছিল । তাদের খোঁজ চালাচ্ছেন সিআইডি গোয়েন্দারা ।
সিআইডির গোয়েন্দাদের অভিযোগ, এইভাবে নকল পরিচয় পত্র বানিয়ে একাধিক ব্যক্তি ভিন রাজ্য এবং ভিন রাষ্ট্র থাকে বেআইনিভাবে এই রাজ্যে ঢুকে আইন-শৃঙ্খলার অবনতির ঘটনায় যুক্ত থাকে । কৃষ্ণপদ বাগ কোনদিনও ভিন রাজ্য বা অন্য দেশে গিয়েছিল কি না সেই ব্যাপারেও খোঁজ নিচ্ছেন সিআইডির গোয়েন্দারা ।