কলকাতা, 21 এপ্রিল:খাস কলকাতায় পুলিশ বোর্ড লাগানো গাড়িতে অপহরণ করা হল ব্যবসায়ীকে (Fake logo of KP used in Kasba abduction)। তারপরই মহানগরে পুলিশের স্টিকার, লোগো এবং নীল ও লালবাতির সন্দেহজনক গাড়ি দেখলেই তাকে পরীক্ষা-নীরিক্ষা করে দেখার নির্দেশ দিলেন নগরপাল বিনীত গোয়েল ৷
কসবায় ব্যবসায়ী অপহরণের (Kasba businessman abduction) ঘটনায় এ বার পুলিশের নজরে পুলিশ বোর্ড । অপহৃত ব্যবসায়ীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন, যে গাড়িতে করে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে, সেই গাড়ির সামনে লাগানো ছিল পুলিশ লেখা একটি বোর্ড । আর এখানেই প্রশ্ন জাগছে, কী ভাবে পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে শুরু করে লাল এবং নীল বাতি গাড়ি এবং পুলিশের লোগো লাগানো গাড়িগুলি দিব্যি ঘুরে বেড়াচ্ছে শহরের রাজপথে ?
কলকাতা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই নগরপাল বিনিত গোয়েল কলকাতা পুলিশের প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ-সহ ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন যে, রাস্তায় যদি পুলিশের স্টিকার বা বোর্ড লাগানো কোনও গাড়িকে সন্দেহজনক বলে মনে হয়, তাহলে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করার পর এবং বৈধ কাগজপত্র দেখার পর সেই গাড়িগুলিকে যেন ছাড়া হয় ৷ যদি কোনও বৈধ কাগজপত্র না থাকে, তাহলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷