পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতের কলকাতায় গাড়ির ধাক্কায় মৃত 2 বাংলাদেশি - রাতের কলকাতায় গাড়ির ধাক্কা পথচারীদের

রাতের কলকাতায় গাড়ির ধাক্কা পথচারীদের ৷ মৃত্যু হল দুই বাংলাদেশির ৷

গাড়ি

By

Published : Aug 17, 2019, 1:20 PM IST

Updated : Aug 17, 2019, 3:07 PM IST

কলকাতা, 17 অগাস্ট : রাতের কলকাতায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই বাংলাদেশির ৷ আহত হয়েছেন একজন ৷ মৃতদের নাম মইনুল আলম (36) এবং ফারহানা ইসলাম তানিয়া (30) ৷ গ্রেপ্তার করা হয়েছে আরসালান পারভেজ় নামের একজনকে ৷

গতরাতে লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার ৷ তারপর ওই দুটির মধ্যে কোনও একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে ধাক্কা দেয় ৷ তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন ৷ তৃতীয়জনের আঘাত গুরুতর নয় ৷ বাংলাদেশের ঝিনাইদহে থাকতেন মইনুল ৷ তানিয়া ঢাকার বাসিন্দা ছিলেন ৷ দুজনেই টুরিস্ট ভিসায় কলকাতায় এসেছিলেন ৷

ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ ৷ জাগুয়ারটিকে আটক করা হয়েছে ৷ চালককেও গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে কোন গাড়িটি পথচারীদের ধাক্কা দিয়েছে, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : Aug 17, 2019, 3:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details