কলকাতা, 26 মার্চ: অনেকেই মনে করছে পার্কিং লটগুলো তাদের পৈতৃক সম্পত্তি ৷ এসব চলবে না ৷ অনলাইনে টেন্ডার করে পাকিং লট বন্টন করা হবে ৷ দরকারে নয়া এজেন্সিকে সুষ্ঠুভাবে কাজ চালাতে নিরাপত্তা দেবে কলকাতা পুলিশ ৷ কলকাতা শহরে পার্কিংয়ের দাদাগিরি নিয়ে এভাবেই কড়া বার্তা দিলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Car Parking Tender Submission Through Online App) ৷
কলকাতায় একাধিক পার্কিং লট চালানোর ক্ষেত্রে এজেন্সির অভাব হচ্ছিল কলকাতা পৌরনিগমের ৷ তাই যারা আগে সেই পার্কিংগুলি নিয়ন্ত্রণ করতেন, তাদের মেয়াদ বাড়িয়ে দিয়েছিল কলকাতা পৌরনিগম ৷ কিন্তু, আইনি জটিলতা থাকায় এবার সেই বর্ধিত মেয়াদ বাতিল করল কেএমসি ৷ অভিযোগ উঠেছে পার্কিং বিভাগ ঘুঘুর বাসা হয়ে উঠেছে ৷ বছরের পর বছর ধরে এক এজেন্সি ক্রমাগত টেন্ডার পেয়ে যাচ্ছে ৷ আর তারপর আইনের তোয়াক্কা না করে চলছে পার্কিং-এর নামে তোলাবাজি ৷ এমন বহু অভিযোগ কলকাতা পৌরনিগমের পার্কিং বিভাগের কাছে জমা পড়েছে এবং পড়ে চলেছে ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রতিবার টেন্ডার ডাকা হলেও নতুন সংস্থার পক্ষে অংশ নিতে নানান সমস্যা হচ্ছে ৷ বা বলা ভালো সমস্যা তৈরি করা হচ্ছে ৷ অভিযোগ সেখানে পুরনো কিছু সংস্থা প্রভাব খাটাচ্ছে ৷ ফলে একটি বা দু’টি এজেন্সি বছরের পর বছর ধরে নিজেদের দাদাগিরি করে চলেছে ৷ সেই সমস্যা মেটাতে এবার নতুন অ্যাপ আনছে কলকাতা পৌরনিগম ৷ সেই অ্যাপের মাধ্যমে পার্কিং বিভাগে টেন্ডারের দরপত্র জমা দেবে সব সংস্থা ৷