পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উলটোডাঙায় সার্জেন্টকে পিষে মারার চেষ্টা বেপরোয়া গাড়ির, গ্রেপ্তার 2 - kolkata police

আজ সকালে উলটোডাঙা মোড়ের কাছে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা মারে একটি গাড়ি । গুরুতর আহত হন তিনি । দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

kolkata
kolkata

By

Published : Aug 20, 2020, 5:21 PM IST

Updated : Aug 20, 2020, 7:00 PM IST

কলকাতা, 20 অগাস্ট : লকডাউনের মাঝে কার্যত সুনসান রাস্তা । তার মাঝেই বেপরোয়া গতিতে চলছিল গাড়িটি । থামানোর চেষ্টা করেছিলেন কর্তব্যরত সার্জেন্ট বিশ্বজিৎ সাহা । তাঁকে ধাক্কা মারে গাড়িটি । পিষে দিয়ে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে । রক্তাক্ত অবস্থায় ওই পুলিশকর্মী রাস্তায় লুটিয়ে পড়েন । সেই সুযোগে পালিয়ে যায় গাড়িচালক । গুরুতর আহত হন ওই সার্জেন্ট । সরশুনা এবং পর্ণশ্রী থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দু'জনকে ।

সকাল 6টা 45 মিনিট । লকডাউনের জন্য শহরের একাধিক জায়গায় চলছিল নাকা চেকিং । প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল । তেমনই চেকিং চলছিল উলটোডাঙা এবং কাঁকুড়গাছি মোড়ে । তখনও গার্ডওয়াল দিয়ে মুড়ে ফেলা হয়নি উল্টোডাঙা এলাকা । সেই সময়ই বেপরোয়া গতিতে আসছিল ওই গাড়িটি । উল্টোডাঙা মোড়ের কাছে সেটি থামানোর চেষ্টা করা হয় । কর্তব্যরত পুলিশকর্মীরা তা থামাতে পারেননি । গাড়িটি দ্রুত গতিতে চলে যায় কাঁকুড়গাছির দিকে । পুলিশকর্মীরা ওই গাড়ির বিষয়ে খবর দেন সার্জেন্ট বিশ্বজিৎ সাহাকে । তিনি তৎপরতার সঙ্গে গাড়িটি থামানোর চেষ্টা করেন । সেই সময় তাঁকে গাড়িটি পিষে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ।

গাড়িটি চালাচ্ছিলেন আকাশ হালদার । বয়স 24 বছর । তিনি সরশুনা থানা এলাকার পশ্চিম বীরেন রায় রোডের ডায়মন্ড সিটি ওয়েস্ট আবাসনের বাসিন্দা । যদিও গাড়িটি তাঁর নয় । গাড়ির মালিক তাঁর বন্ধু তিতাস মিত্র । বয়স 33 বছর । তিতাস থাকেন পর্ণশ্রী থানা এলাকার বাসুদেবপুর রোডে । ঘটনার সময় গাড়িতে ছিলেন তিনি । তাঁদের দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ । তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে । আটক করা হয়েছে গাড়িটি ।

Last Updated : Aug 20, 2020, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details