কলকাতা, 24 নভেম্বর : আর লাইনে দাঁড়ানো, ছুটোছুটি নয় । গাড়ির লাইসেন্সের এনওসি (No Objection Certificate, NOC) পেতে আর এ দফতর ও দফতর করতে হবে না । লালবাজার ট্রাফিক সূত্রে জানা গিয়েছে, গাড়ির এনওসি, ড্রাইভিং লাইসেন্স-এর জন্য (Car and Driving Licence NOC Certificate) আর লালবাজারের আসতে হবে না গাড়িচালক থেকে গাড়িমালিকদের । কারণ অনলাইনে যে কেউ নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেতে পারবেন (No Objection Certificate or NOC available Kolkata Police online website) । এই বিষয়ে কলকাতা পুলিশের (Kolkata Traffic Police) ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা জানিয়েছেন, গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্সের এনওসি অনলাইনে পাওয়া যাবে ৷ এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে । পাশাপাশি দালাল চক্র বা কমিশন কামানোর দিন শেষ ।
জানা গিয়েছে, কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে (www.kolkatatrafficpolice.gov.in) গিয়ে ডাউনলোড করে নিতে হবে এনওসি ফর্ম (Download NOC Form) । ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে (Upload filled up form) । ফর্মটিতে গাড়ির নম্বর (Car Number), চেসিস নাম্বার (Chassis Number), ইমেল (E-mail), এবং মোবাইল নম্বর (Mobile Number) ঠিকঠাক লিখতে হবে । এরপর আবেদনকারীর ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (One Time Password) বা ওটিপি (OTP) আসবে । আদৌ গাড়িটি এনওসি পাওয়ার যোগ্য কি না, তা এই ওটিপি মারফত ফর্মটি পড়ে দেখা হবে ।