কলকাতা, ৬ মার্চ: এতদিন পর্যন্ত বিদেশে থাকা সম্পত্তির বিষয়ে কোনও হিসাব দিতে হয়নি লোকসভা ভোটের প্রার্থীদের। কোনও নির্বাচনেই এবিষয়ে হলফনামা জমা দিতে হত না। কিন্তু আগামী লোকসভা নির্বাচনে ছাড় পাবেন না প্রার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীদের বিদেশে থাকা সম্পত্তির বিষয়ে খতিয়ান দিতে হবে। এবিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি হয়েছে। একইসঙ্গে কমিশন প্রার্থীদের বিষয়ে আরও কিছু তথ্য জানতে চায়। নির্বাচন কমিশনের নির্দেশিকায় সেগুলির উল্লেখ রয়েছে।
আগে ভোটে দাঁড়াতে হলে প্রার্থী এবং তাঁর পরিবারের সদস্যদের গত একবছরের আয়করের হিসাব দিতে হত। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই সকল তথ্য থাকত। পাশাপাশি প্রার্থীদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা আছে কি না তাও নির্বাচন কমিশনকে জানাতে হত। সম্প্রতি বামফ্রন্টের পক্ষ থেকে আয়কর দপ্তরে তৃণমূলের বিভিন্ন বিধায়ক-মন্ত্রীদের গত পাঁচ বছরের আয়ের যে খতিয়ান জমা দেওয়া হয়েছিল, তা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই পাওয়া।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় প্রার্থীদের তথ্যের বিষয়ে কিছু কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রার্থী এবং তাঁর পরিবারের সদস্যদের গত ৫ বছরের আয়করের খতিয়ান হলফনামার মাধ্যমে জমা দিতে হবে। পাশাপাশি বিদেশে থাকা সম্পত্তির হিসাবও জানাতে হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় আইনমন্ত্রককে এবিষয়ে একটি নোট পাঠানো হয়। এর ভিত্তিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী নমিনেশনের সঙ্গে প্রার্থীরা যে ফর্ম ২৬ জমা দেন, তা সংশোধন করেন। সেই সংশোধনীতে প্রার্থীদের সম্পত্তির সম্পর্কে জানাতে বলা হয়েছে। বিদেশে থাকা সম্পত্তির আওতায় থাকছে বিদেশি ব্যাঙ্কে জমা রাখা টাকাও। পাশাপাশি বিদেশে যাবতীয় বিনিয়োগের হিসাব জানাতে হবে। শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে নয়। প্রার্থীর স্ত্রী অথবা স্বামী এবং প্রার্থীর উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদেরও এই হিসাব দিতে হবে।
মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের এক কর্তা জানান, যদি হলফনামায় কোনও প্রার্থী এবিষয়ে না জানান, তবে কড়া পদক্ষেপ নেওয়া হবে।