কলকাতা, 15 জুন : ক্যান্সারে আক্রান্ত । কলকাতা মেডিকেল কলেজে এসেছিলেন চিকিৎসার জন্য । কিন্তু চিকিৎসা করবে কে ? তাই বাধ্য হয়েই হাসপাতাল চত্বরের এক কোনায় আশ্রয় নিলেন ক্যান্সার রোগী ।
মালদা হরিশচন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা শান্তি মণ্ডল । স্তনে টিউমার হওয়ায় মালদা মেডিকেল কলেজে ভরতি হয়েছিলেন । কিছুদিন আগে জানা যায় তিনি ক্যান্সার আক্রান্ত । তাই মালদা মেডিকেল কলেজ থেকে তাঁকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয় । সেইমতো চারদিন আগে কলকাতা মেডিকেল কলেজে আসেন তিনি । তারপর থেকেই অসহায় হয়ে পড়েছেন তিনি । মিলছে না চিকিৎসা পরিষেবা । তাই হাসপাতাল চত্বরেই আশ্রয় নিয়েছেন তিনি ।