কলকাতা, 20 জুলাই : লিভার প্রতিস্থাপন সফল হলে ক্যানসার থেকে মুক্তি পাবেন গ্রহীতা । এমনই জানিয়েছিলেন চিকিৎসকরা । তাই আশায় ছিলেন পরিজনরা । তবে, শেষ পর্যন্ত পূরণ হল না ক্যানসার থেকে মুক্তির স্বপ্ন । গতকাল বিকেলে মৃত্যু হল ওই লিভার গ্রহীতার । নাম বিধান অধিকারী (54) । বাড়ি বনগাঁর গোপালনগরের আকাইপুরে । একটি সরকারি স্কুলের ক্লার্ক ছিলেন তিনি ।
দেড় বছর ধরে অসুস্থ ছিলেন বিধানবাবু । প্রথম তাঁর হার্নিয়া অপারেশনের হয় । সেসময় জানা যায় তাঁর হেপাটাইটিস B আছে । এর কয়েকদিন পরে সিরোসিস অফ লিভার ধরা পড়ে । সেসময় তাকে SSKM নিয়ে নিয়ে আসা হয় । তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর লিভার প্রতিস্থাপন প্রয়োজন । এর কয়েক মাস পর তাঁর লিভারে একটি টিউমার ধরা পড়ে । চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত । টিউমারটি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য এক মাস আগে SSKM-এ তাঁর একটি অপারেশনও করা হয় ।
এদিকে, পথ দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ভরতি হয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষ (36) । পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয় । সেখানেই সোমবার ব্রেন ডেথ ঘোষণা করা হয় চিন্ময়বাবুর । অঙ্গদানের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেন চিন্ময়বাবু । তাই ব্রেন ডেথের পর তাঁর হার্ট, লিভার, দুই কিডনি, কর্নিয়া, স্কিন দান করার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা । সেই মোতাবেক কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে হার্ট, SSKM হাসপাতালে লিভার ও একটি কিডনি এবং উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অন্য একটি কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয় । তাঁর হার্ট ও দুটি কিডনি যাঁদের শরীরে প্রতিস্থাপিত হয়েছে তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল ।
গত বুধবার চিন্ময়ের দান করা লিভারই প্রতিস্থাপিত হয়েছিল বিধানবাবুর শরীরে । প্রতিস্থাপনের পর সুস্থ ছিলেন তিনি । তবে, বুধবার চিকিৎসকরা জানান, পেট থেকে রক্তক্ষরণ হচ্ছে বিধানবাবুর । ওষুধ দিয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে । ওষুধে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ইমারজেন্সি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । বুধবার রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত চলে এই অস্ত্রোপচার । বৃহস্পতিবার সন্ধ্যেবেলা চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে । লিভার কাজও করছিল ঠিকঠাক । কিন্তু, শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালন ঠিকঠাক হচ্ছে না । তাই তাঁকে ভেন্টিলেশনে রাখা হবে । শেষ পর্যন্ত গতকাল বিকেল 5টা 40 মিনিটে তাঁর মৃত্যু হয় ।
বিনয়বাবুর ছেলে সোমেন অধিকারী বলেন, "SSKM-এ 9-10 মাস ধরে চিকিৎসা চলছিল বাবার । গতকাল সকালে চিকিৎসকরা জানান, আগেও লিভার প্রতিস্থাপন হয়েছে । বৃহস্পতিবার এক লিভার গ্রহীতাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত সবই সফল হয়েছে । কিন্তু, দুর্ভাগ্যজনক, আমার বাবার কাছে তাঁরা হেরে গেলেন । "