কলকাতা, 22 মে: সিঙ্গুর এখন অতীত । এবার টাটার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের প্রধান সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ তৈরি হচ্ছে বিশেষ ক্যানসার কেয়ার হাব। নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার বৈঠকে এসএসকেএম 'স্টেট অফ দ্য আর্ট' হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সোমবার এই প্রকল্পে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা ৷
মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এই ক্যানসার কেয়ার হাব তৈরির কথা ৷ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ এই ক্যানসার কেয়ার হাব গড়ে তোলার দীর্ঘ দিনের ভাবনা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । আগেই বছরখানেক আগে এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে । সে সময় তিনি জানিয়েছিলেন, রাজ্যে ক্যানসার আক্রান্তদের 25 শতাংশ মানুষ চিকিৎসার জন্য পাড়ি দেন মুম্বই । সেখানে টাটাদের উদ্যোগে ক্যানসার হাসপাতালে চিকিৎসা করাতে বেশি স্বচ্ছন্দবোধ করেন মানুষ । সে সময় টাটাদের সঙ্গে যৌথভাবে ক্যানসার কেয়ার হাব তৈরির কথা বলা হলেও, সম্পূর্ণটাই ছিল পরিকল্পনা স্তরে । এদিন তা বাস্তবিক রূপ পাওয়ার জন্য মন্ত্রিসভার অনুমোদন পেল । নবান্ন সুত্রের খবর, ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে ৷ বিল্ডিংও তৈরি হয়ে গিয়েছে ৷ গোটা বিষয়টি দেখছেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ৷ কবে থেকে পরিষেবা চালু হবে, তা এখনই বলা সম্ভব নয় ৷