কলকাতা, 25 জুলাই : দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ার কথাও জানিয়েছে প্রশাসন । রাজ্যজুড়ে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন । এই পরিস্থিতিতে বাতিল হল পূর্ব রেলের একাধিক স্পেশাল ট্রেন । নির্ধারিত লকডাউনের দিনগুলিতে বন্ধ থাকবে এই ট্রেনগুলি ।
বাতিল পূর্ব রেলের একগুচ্ছ স্পেশাল ট্রেন - lockdown news
কোরোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে হাওড়া-পটনা ও দিল্লি রুটের একাধিক স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ।
স্পেশাল ট্রেন
বাতিল হওয়া ট্রেনগুলি একনজরে :
- 02024 পটনা হাওড়া স্পেশাল ট্রেনটি 29 জুলাই রওনা দেওয়ার কথা ছিল।
- 02023 হাওড়া পটনা স্পেশাল ট্রেন । 29 জুলাই রওনা দেওয়ার কথা ছিল।
- 02302 দিল্লি হাওড়া AC স্পেশাল ট্রেন । 28 জুলাই ছাড়ার কথা ছিল।
- 02301 হাওড়া দিল্লি AC স্পেশাল ট্রেন। ট্রেনটি 29 জুলাই ছাড়ার কথা ছিল।
- 02377 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন। 27 ও 29 জুলাই ছাড়ার কথা ছিল।
- 02378 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা স্পেশাল ট্রেন । 28 ও 30 জুলাই ছাড়া কথা ছিল।
- 02201 শিয়ালদা ভুবনেশ্বর স্পেশাল ট্রেন । 27 জুলাই ছাড়ার কথা ছিল।
- 02202 ভুবনেশ্বর শিয়ালদা স্পেশাল ট্রেন । 28 জুলাই ছাড়ার কথা ছিল।
- 02213 শালিমার পটনা স্পেশাল ট্রেন । 29 জুলাই ছাড়ার কথা ছিল।
এছাড়াও 02214 পটনা শালিমার স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে । ট্রেনটি 28 জুলাই ছাড়ার কথা ছিল। কিন্তু বর্তমান কোরোনা পরিস্থিতি ও লকডাউনের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে ।