কলকাতা, 27 অগস্ট : কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর । আগামী সেমেস্টারের সমস্ত টিউশন ফি মকুব করল বিশ্ববিদ্যালয় । পাশাপাশি আগের সেমেস্টারের বকেয়া ফিও মকুব করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে ।
করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় ৷ অনলাইনে ক্লাস চললেও যেতে হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে । তাই একাধিক ছাত্র সংগঠন থেকে শুরু করে অভিভাবকদের একাংশ বারে বারে ফি মকুবের আবেদন জানিয়েছিল ।
ডিএসও (DSO) এই ইস্যুতে লাগাতার বিক্ষোভ দেখায় । সম্প্রতি তারা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় । বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয় । তারপরেই আজ এই সিদ্ধান্ত । এতে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রায় সাড়ে বারো হাজার পড়ুয়া উপকৃত হবে ৷
Calcutta University : সেমেস্টার-সহ বকেয়া ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয় - ফি মকুব
স্নাতকোত্তরের সেমেস্টার-সহ সমস্ত বকেয়া ফি মকুব ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷
![Calcutta University : সেমেস্টার-সহ বকেয়া ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয় Calcutta University](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12891289-thumbnail-3x2-kol.jpg)
Calcutta University
এই বিষয়ে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "অতিমারিতে অনেক পরিবারের আয় কমেছে ৷ অনেক ছাত্র-ছাত্রী অভিভাবক হারিয়েছেন ৷ তাঁদের সবার কথা মাথায় রেখে আমরা সমস্ত ফি মকুব করেছি ৷"
আরও পড়ুন :কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফি মকুব ও 18 ঊর্ধ্ব পড়ুয়াদের টিকাকরণের দাবিতে বিক্ষোভ ডিএসও-র
Last Updated : Aug 27, 2021, 2:57 PM IST