পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vice Chancellor Recruitment: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে অস্বচ্ছতা, দায়ের জনস্বার্থ মামলা - Calcutta high court

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে অস্বচ্ছতার কারণে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে (Calcutta high court) ।

kolkata
high court

By

Published : Feb 9, 2022, 7:58 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের অস্বচ্ছতার কারণে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে (Calcutta high court) । নিয়মবহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে । হাইকোর্টে দায়ের হওয়া মামালার পিটিশনে এইরকমই উল্লেখ করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । রাজ্যপালের নির্দেশ খারিজ করে রাজ্য সরকারের শিক্ষা দফতর কীভাবে ওনাকে নিয়োগ দিল, সেই প্রশ্ন তুলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই মামলা (vice chancellor recruitment)।

আরও পড়ুন:HC cancels recruitment of group D staffs: চতুর্থ শ্রেণির 573 কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

2021 সালের অগস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের (vice chancellor recruitment) পদের মেয়াদ শেষ হয়ে গেলেও রাজ্য সরকার ফের তাঁকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । এই ব্যাপারে রাজ্যপাল জগদীপ ধরকড় (governor jagdeep dhankhar) নিজের আপত্তি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছিলেন । কিন্তু রাজ্যপালের বক্তব্যকে রাজ্য সরকার গুরুত্ব দেননি ৷ একথা আগেই উল্লেখ করেছেন রাজ্যপাল ।

প্রসঙ্গত, রাজ্যপাল শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দায়িত্বে নয় । রাজ্যের 25টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সময় রাজ্যপালের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ । আগামী সপ্তাহে উপাচার্য নিয়োগ মামলাটির শুনানি হবে ।

ABOUT THE AUTHOR

...view details