কলকাতা, 5 মে : COVID-19 পরীক্ষার জন্য প্রয়োজন RT-PCR যন্ত্র । রাজ্যের সব জেলা হাসপাতালে এই যন্ত্র নেই । মূল্যও চড়া । ফলে, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়েছিল স্বাস্থ্য দপ্তর । এই সময়ে যন্ত্রগুলি কিনতে চায়নি রাজ্য । বরং যে সব বিশ্ববিদ্যালয়ের কাছে এই যন্ত্র রয়েছে, তাদের ধারে যন্ত্রটি দেওয়ার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে । স্বাস্থ্য দপ্তরের সেই আবেদনে সাড়া দেয় বিশ্ববিদ্যালয়গুলি । RT-PCR এবং তার আনুসাঙ্গিক 9টি যন্ত্রসহ মোট দশটি যন্ত্র বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ইতিমধ্যেই কোন কোন যন্ত্র পাঠানো হবে সেগুলি চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, গত সপ্তাহে স্বাস্থ্য দপ্তর যন্ত্র চেয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়কে । RT-PCR সহ মোট 13টি যন্ত্রের তালিকা দিয়েছিল তারা । একটি বৈঠকে সেই আবেদন নিয়ে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, স্বাস্থ্য দপ্তরের আবেদন মেনে যে সব যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে আছে সেগুলি বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানো হবে । ইতিমধ্যেই কোন কোন যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে তা চিহ্নিত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । মোট 10টি যন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে পারবে । বাকি তিনটি যন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে নেই ।
এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, "রাজ্য সরকারের এখন কোরোনা পরীক্ষার জন্য কয়েকটি যন্ত্র দরকার । সেইজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে কোরোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি মেশিন চেয়ে গত সপ্তাহে চিঠি পাঠিয়েছিল । সেই নিয়ে আমরা বৈঠক করি । ঠিক করেছি আমরা সাহায্য করব । কী কী দেব সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে । ওরা 13টা যন্ত্র চেয়েছিল । আমরা 10টা দিতে পারব ।।” বোটানি, মাইক্রো-বায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো-কেমিস্ট্রির মতো বিভাগ থেকে এই যন্ত্রগুলি পাঠানো হবে । বালিগঞ্জ ক্যাম্পাস থেকে অধিকাংশ ও রাজাবাজার ক্যাম্পাস থেকে কয়েকটি যন্ত্র নেওয়া হবে ।