কলকাতা, 12 মে : লকডাউন ওঠার পর পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে একমাস সময় দিতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনটা আগেই জানিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । এবার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিকেও সেকথা জানিয়ে দেওয়া হয়েছে । বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে একমাস পরেই স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাসের তরফে গতকাল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । পাশাপাশি, লকডাউন ওঠার 10 দিনের মধ্যে কলেজগুলিকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই একমাস সময় দেওয়া হয়েছে কলেজগুলিকে । এছাড়া, বিশ্ববিদ্যালয় ও অধীনস্ত কলেজগুলিকে লকডাউন ওঠার 10 দিনের মধ্যে জীবাণুমুক্ত করতে হবে । বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশ দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে কলেজগুলি এক মাসের মধ্যে পরীক্ষা নিতে কতটা প্রস্তুত ?
বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো একাধিক বিষয় নিয়ে সংশয়ে রয়েছে কলেজ কর্তৃপক্ষগুলি । কিন্তু তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মেনেই তারা প্রস্তুত হবে বলে জানাচ্ছে ।
সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর বলেন, "আমি এখনও বুঝতে পারছি না কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হবে ? পড়ুয়াদের তো আমাদের অ্যাকোমোডেট করতে হবে । তাঁদের সুরক্ষিতও রাখতে হবে । এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় । এটা আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ । আমাদের অবশ্যই এর মোকাবিলা করার চেষ্টা করতে হবে । বিশ্ববিদ্যালয়ের নির্দেশ এলে আমাদের সেটা অবশ্যই মানতে হবে । কিন্তু, কীভাবে হবে জানি না । আমরা যেসব সমস্যার সম্মুখীন হব সেগুলি অবশ্যই বিশ্ববিদ্যালয়কে জানাব । ছাত্রদের স্বার্থে করতে তো হবেই । তবে, কী করে করব সেটা নিয়ে আমি খুব সংশয়ে রয়েছি । "