পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NIRF 2021: দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর - এনআইআরএফ 2021

এনআইআরএফ 2021 (NIRF 2021) -এর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে উঠে এল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) রয়েছে অষ্টম স্থানে ।

Calcutta university holds 4th position, Jadavpur University in 8th in nirf 2021 ranking list
দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর

By

Published : Sep 9, 2021, 5:32 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির প্রথম দশের মধ্যে আবারও জায়গা করে নিল পশ্চিমবঙ্গ । চতুর্থ স্থানে নাম রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নাম রয়েছে অষ্টম স্থানে । সারা দেশে শীর্ষে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স । বৃহস্পতিবার ঘোষণা করা হয় ন্যাশনাল ইন্ডিয়ান ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (National Institutional Ranking Framework) 2021-এর তালিকা ।

আজ একটি ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বছরের এনআইআরএফ (NIRF 2021) তালিকা প্রকাশ করেন । 2020 সালের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকলেও, এবারের তালিকায় যাদবপুরকে পেছনে ফেলে এগিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয় । তালিকায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Banaras Hindu University) পরেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম । অর্থাৎ ব়্যাঙ্কিং অনুসারে রাজ্যের সবক'টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।

এই শিরোপা পাওয়ায় যারপরণাই খুশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "যে কোনও সাফল্যই তো এগিয়ে চলার পথে প্রেরণা দেয় । এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় এনআইআরএফ-এর র‌্যাঙ্কিং-এ সারা ভারতের মধ্যে চতুর্থ এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এর জন্য আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবাই খুবই অনুপ্রাণিত বোধ করছি । আমরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে মাথায় রেখে এগিয়ে চলার পথে সচেষ্ট থাকি ।"

আরও পড়ুন:Roma Jhawar Abduction Case: মুক্তিপণের ভাগাভাগি নিয়ে খুন, রোমা ঝাওয়ার অপহরণে দোষী গুঞ্জন-সহ 4

এই প্রথমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এনআইআরএফ তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থান অধিকার করল । এর আগে পশ্চিমবঙ্গের আর কোনও বিশ্ববিদ্যালয়ের নাম এতটা উপর দিকে স্থান পায়নি । এ বারও সেই তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ের নাম । গতবারের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল সপ্তমে । আর যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল পঞ্চম স্থানে ।

এখানেই শেষ নয়, এই বছরেরও এনআইআরএফ-এর তালিকায় ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে আবারও তৃতীয় স্থান অধিকার করেছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট । প্রথম স্থানে রয়েছে আমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট । দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ।

আরও পড়ুন:Primary Teacher Recruitment : নিয়োগে দুর্নীতি! 15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মুখ্য জনসংযোগ আধিকারিক অলোক গুইনের প্রতিক্রিয়া, এই র‌্যাঙ্কিং তাঁদের এগিয়ে যাওয়ার পথে প্রেরণা জাগাবে । তবে বরাবরই আইআইএম কলকাতা তৃতীয় স্থানেই থাকে । বিষয়টি নিয়ে আগামিকাল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ।

এ ছাড়াও এনআইআরএফ 2021-এর সার্বিক র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে এ রাজ্যেরই আইআইটি খড়গপুর (IIT Kharagpur)৷ সার্বিক তালিকায় এই নিয়ে তিনবার সবার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (IIT Madras)৷

আরও পড়ুন:By-Election : ভবানীপুরের ভোট মিটলেই 4 অক্টোবর রাজ্যসভার উপনির্বাচন

ABOUT THE AUTHOR

...view details