পশ্চিমবঙ্গ

west bengal

চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা অনলাইনে, উত্তরপত্র জমা দিতে 24 ঘণ্টা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "অনলাইন মাধ্যম বলতে কম্পিউটার, ইমেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রশ্নগুলো ছাত্রদের কাছে পৌঁছে দেব ৷ ছাত্ররাও আবার অনলাইনেই উত্তরপত্র জমা দেবে ৷ যদি কোনও ছাত্র না পারে তাহলে সে হার্ডকপিতে লিখে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এসে জমা দিতে পারে ৷"

By

Published : Sep 2, 2020, 8:57 PM IST

Published : Sep 2, 2020, 8:57 PM IST

Calcutta university
কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা, 2 সেপ্টেম্বর : চলতি বছর অনলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা ৷ আজ একথা জানালেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্ধারিত সময়সীমা অর্থাৎ, 1 থেকে 18 অক্টোবরেই মধ্যেই অনলাইন পদ্ধতিতে হবে পরীক্ষা ৷ 31 অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে ফলাফল ৷

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মেনে চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা নিতেই হবে রাজ্যগুলিকে ৷ পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সব বিশ্ববিদ্যালয়কে 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা নিতে এবং 31 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে বলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তবে, অনলাইন না অফলাইন কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলির উপরেই ছেড়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷ আজ একটি সাংবাদিক বৈঠক করে অনলাইন UG এবং PG কোর্সগুলির চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করা হবে বলে জানিয়ে দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেখানে আমরা যে UG পরীক্ষাগুলো নিই এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে 68টি বিভাগ আছে সেখানে যে PG পরীক্ষাগুলো নেওয়া হয়, সব অনলাইনে হবে । অনলাইন মাধ্যম বলতে, কম্পিউটার, ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রশ্নগুলো ছাত্রদের কাছে পৌঁছে দেব ৷ ছাত্ররাও আবার অনলাইনেই উত্তরপত্র জমা দেবে ৷ যদি কোনও ছাত্র না পারে তাহলে সে হার্ডকপিতে লিখে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এসে জমা দিতে পারে ৷ এখানে একটাই কথা বলার আছে যে, প্যানডেমিকের এই পরিস্থিতিতে পাঠ্যক্রম যতটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল সেটা হতে পারেনি । সেকথা মনে রেখে পাঠ্যক্রম যেটুকু শেষ হয়েছে সেইটুকুর মধ্যেই আমরা প্রশ্ন করছি ৷ B.A, B.Sc-র ক্ষেত্রে পার্ট থ্রি ফাইনাল সেমেস্টারের পরীক্ষা, B.Com-এর ষষ্ঠ সেমেস্টার , PG-র সবকটা বিভাগ সেমেস্টার পদ্ধতিতে চলছে তাই ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে । অনলাইন পদ্ধতিতে আমরা পরীক্ষা নিচ্ছি । তবে, একান্ত কেউ না পারলে অনলাইনে সে প্রশ্নটা ডাউনলোড করে অফলাইনে উত্তর জমা করতে পারবে ।"

এই পরীক্ষার জন্য 24 ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা ৷ অর্থাৎ, প্রশ্নপত্র তাঁদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়ে দেওয়ার 24 ঘণ্টার মধ্যে তাঁদের তার উত্তর অনলাইনে বা কলেজ-বিশ্ববিদ্যালয়ে এসে জমা করতে হবে । বাড়িতে বসেই এই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা ৷ এ প্রসঙ্গে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "24 ঘণ্টা আমরা সময় দিচ্ছি জমা দেওয়ার জন্য। সবাই বাড়িতে বসে পরীক্ষা দেবে ।" পরীক্ষা নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মেনেই হবে পরীক্ষা ৷

তিনি আরও বলেন, "আমরা 1 থেকে 18 অক্টোবরের মধ্যে পরীক্ষাগুলো নিয়ে নেব ৷ 31 অক্টোবরের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়ের সব বিষয়ের ফলাফল প্রকাশ করে দিচ্ছি ।" উপাচার্য জানান, লকডাউনের আগেই স্নাতকের প্রশ্নপত্র তৈরি হয়ে গেছিল । সেই প্রশ্নপত্রগুলিই কলেজের অধ্যক্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হবে । কলেজ থেকে সেগুলি পরীক্ষার্থীদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপে পাঠানো হবে । স্নাতকোত্তরের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও যে সব কলেজে স্নাতকোত্তর পড়ানো হয় তাঁদের জন্য অভিন্ন প্রশ্নপত্র হবে । তবে, এবার দ্রুত ফলাফল প্রকাশের জন্য কলেজগুলিকেই উত্তরপত্র মূল্যায়ন করতে বলা হতে পারে । উপাচার্য বলেন, "এরকম অনেক কলেজ আছে যেখানে স্নাতকোত্তর পড়ানো হয়, সেক্ষেত্রে আমরা ইউনিফর্ম প্রশ্নপত্র করছি বিশ্ববিদ্যালয়ে । বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলিতে যখন প্রশ্নপত্র দেওয়া হচ্ছে সেই সময়েই সেই কলেজগুলোর প্রিন্সিপালদের কাছে তা মেইল করে দেওয়া হচ্ছে । এবার তাড়াতাড়ি খাতা দেখার জন্য হয়ত কলেজগুলোকেই বলা হবে তাঁরা যাতে খাতাগুলো দেখে জমা দিয়ে যান ।"

ABOUT THE AUTHOR

...view details