কলকাতা, 21 অক্টোবর : আর জি কর হাসপাতালে শিশুর মৃত্যুতে বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এই তদন্ত কমিটিতে থাকবেন CID-র DIG প্রণব কুমার, নীলরতন মেডিকেল কলেজের চিকিৎসক ও অধ্যাপক সৌরভ চট্টোপাধ্যায় । শিশুর DNA রিপোর্ট না মেলায় এই নির্দেশ দিয়েছে আদালত ।
বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয় । ওই শিশুটি হারিয়ে গিয়েছে না বিক্রি করে দেওয়া হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত । সব পক্ষকে তদন্তকারী দলের সঙ্গে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে । 10 নভেম্বর কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে ।
আর জি কর হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় 9 অক্টোবর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত । শিশুটির DNA পরীক্ষার নির্দেশও দেওয়া হয়। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল । 13 অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা কীভাবে ঘটল সেদিকেও স্বাস্থ্যভবনের নজর দেওয়া প্রয়োজন বলে পর্যবেক্ষণ আদালতের ।
আজ সেই রিপোর্ট জমা পড়ে । রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, মৃত শিশুটির DNA তার বাবা-মায়ের DNA-র সঙ্গে মেলেনি । আর জি কর হাসপাতালের বিরুদ্ধে 29 জুন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মৃত শিশুর বাবা । ওই শিশু তাঁদের নয় বলে দাবি করেছিলেন তিনি । এখন DNA রিপোর্ট না মেলায় তাঁদের সেই দাবিই আরও জোরালো হচ্ছে ।