পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TET Agitation: করুণাময়ীতে টেট আন্দোলনের অনুমতি দাবি, পুজোর ছুটি মিটলেই মামলা শুনবে হাইকোর্ট

বিধাননগরের করুণাময়ীতে (Karunamoyee) কি আদৌ আন্দোলন করার অনুমতি পাবেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা (TET Agitation) ? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত কিছু দিন ৷ কারণ, শুক্রবার অমৃতা সিনহার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার শুনানি শুরু হবে পুজোর ছুটির (Puja Vacation) পর ৷

Calcutta High Court will hear TET Agitation at Karunamoyee related plea after Puja Vacation
TET Agitation: করুণাময়ীতে টেট আন্দোলনের অনুমতি দাবি, পুজোর ছুটি মিটলেই মামলা শুনবে হাইকোর্ট

By

Published : Oct 28, 2022, 11:23 AM IST

Updated : Oct 28, 2022, 11:43 AM IST

কলকাতা, 28 অক্টোবর:কলকাতা লাগোয়া বিধাননগরের করুণাময়ীতে (Karunamoyee) টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন (TET Agitation) সংক্রান্ত মামলার শুনানি হবে পুজোর ছুটির (Puja Vacation) পর ৷ শুক্রবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এদিন বিচারপতি অমৃতা সিনহার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে ৷

উল্লেখ্য, 2014 সালের টেট উত্তীর্ণরা অবিলম্বে নিয়োগের দাবিতে সম্প্রতি করুণাময়ীতে অবস্থান বিক্ষোভে বসেন ৷ একইসঙ্গে শুরু হয় আমরণ অনশন ৷ সেই বিক্ষোভ তুলতে 144 ধারা জারি করে প্রশাসন ৷ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত ৷ সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকারের বক্তব্য ছিল, আন্দোলনকারীরা 144 ধারা মানছেন না ৷ এতে আমজনতার সমস্যা হচ্ছে ৷ আদালত জানায়, আন্দোলনকারীদের 144 ধারা মানতেই হবে ৷ পালটা ওই জায়গাতেই আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন আন্দোলনকারীরাও ৷ তাঁদের পক্ষে এদিন আদালতে উপস্থিত ছিলেন দুই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁরা এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান ৷ কিন্তু, রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, আন্দোলনকারীদের আবেদন সংক্রান্ত কোনও নথি এখনও পাওয়া যায়নি ৷ রাজ্যের এই সওয়ালের প্রেক্ষতিতেই আদালত জানায়, পুজোর ছুটি মিটলেই এই মামলার শুনানি শুরু করা হবে ৷

আরও পড়ুন:টেট উত্তীর্ণদের উপর পুলিশের জুলুম ! প্রতিবাদে পথে নামছে সরকারপন্থী শিক্ষক সংগঠন

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ অনুসারে, করুণাময়ীর সংশ্লিষ্ট এলাকায় 144 ধারা বলবৎ রয়েছে আগামী 4 নভেম্বর পর্যন্ত ৷ যার বিরোধিতায় আন্দোলনকারীরা মামলা করেন গত 21 অক্টোবর ৷ এদিকে, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে আন্দোলনকারীদের হঠিয়ে দেয় পুলিশ ৷ 2014 সালের পাশাপাশি 2017 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনও তুলে দেওয়া হয় ৷ যা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে ৷ পুলিশ যেভাবে টেনে, হিঁচড়ে, পাঁজাকোলা করে চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থল থেকে তুলে নিয়ে গিয়েছে, তার সমালোচনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক শিবির থেকে শুরু করে নাগরিক সমাজ ৷ এমনকী, ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে একাধিক মিছিলও হয়েছে ৷ তাতে পা মিলিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি ৷

Last Updated : Oct 28, 2022, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details