কলকাতা, 28 অক্টোবর:কলকাতা লাগোয়া বিধাননগরের করুণাময়ীতে (Karunamoyee) টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন (TET Agitation) সংক্রান্ত মামলার শুনানি হবে পুজোর ছুটির (Puja Vacation) পর ৷ শুক্রবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এদিন বিচারপতি অমৃতা সিনহার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে ৷
উল্লেখ্য, 2014 সালের টেট উত্তীর্ণরা অবিলম্বে নিয়োগের দাবিতে সম্প্রতি করুণাময়ীতে অবস্থান বিক্ষোভে বসেন ৷ একইসঙ্গে শুরু হয় আমরণ অনশন ৷ সেই বিক্ষোভ তুলতে 144 ধারা জারি করে প্রশাসন ৷ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত ৷ সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকারের বক্তব্য ছিল, আন্দোলনকারীরা 144 ধারা মানছেন না ৷ এতে আমজনতার সমস্যা হচ্ছে ৷ আদালত জানায়, আন্দোলনকারীদের 144 ধারা মানতেই হবে ৷ পালটা ওই জায়গাতেই আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন আন্দোলনকারীরাও ৷ তাঁদের পক্ষে এদিন আদালতে উপস্থিত ছিলেন দুই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁরা এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান ৷ কিন্তু, রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, আন্দোলনকারীদের আবেদন সংক্রান্ত কোনও নথি এখনও পাওয়া যায়নি ৷ রাজ্যের এই সওয়ালের প্রেক্ষতিতেই আদালত জানায়, পুজোর ছুটি মিটলেই এই মামলার শুনানি শুরু করা হবে ৷