কলকাতা, 28 নভেম্বর:কমন সার্ভিস সেন্টার সংক্রান্ত জনস্বার্থ মামলায়, রাজ্যকে 50 হাজার টাকা টাকা জরিমানার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে আগামী 12 ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দিতেও বলা হয়েছে রাজ্য সরকারকে । অন্যথায় জরিমানা করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট ৷
মঙ্গলবার মামলার শুনানিতে রাজ্য সরকারকে উদ্দেশ্যকে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, "জনস্বার্থ সংক্রান্ত পরিষেবাগুলিকে কেন রাজনৈতিক রং দেওয়া হচ্ছে ! 12 ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে হলফনামা দিতে হবে । নির্দিষ্ট সময়ের মধ্যে তা না-দিলে 50 হাজার টাকা জরিমানা-সহ ওই হলফনামা জমা নেওয়া হবে ।"
এদিন আদালতে রাজ্যের তরফ থেকে আইনজীবী হলফনামা জমা না-দিয়ে ফের 15 দিনের জন্য সময় চান। তারপরই এই হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । শুনানি চলাকালীন রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, "সব কিছুকে রাজনীতির রং না-দেওয়াই ভালো। এটা পিপলস ওয়েলফেয়ার স্কিম। এই ক্ষেত্রে রাজ্যের ব্যবহার ডিজিটাল ইন্ডিয়ার বিরোধিতা করার মতো ।"
প্রসঙ্গত, প্রায় 40 হাজার কমন সার্ভিস সেন্টার রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে, তার জায়গায় রাজ্য বাংলা সহায়তা কেন্দ্রে কীভাবে তৈরি করল তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আদালতের নির্দেশ, এই বিষয়ে 12 ডিসেম্বরের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে । মামলার পরবর্তী শুনানি 19 ডিসেম্বর।
গত 4 সেপ্টেম্বর হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে কেন 2020 সালে হঠাৎ করে কেন্দ্র সরকারের কমন সার্ভিস সেন্টার( CSC) প্রকল্প বন্ধ করে দিল তা স্পষ্ট নয় । অবিলম্বে রাজ্যকে এ ব্যাপারে হলফনামা দিয়ে তা জানাতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও অন্যান্য পক্ষকে তাদের রিপোর্ট আদালতে পেশ করতেও নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাছাড়াও রাজ্য বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে কী পরিষেবা দেওয়া হয়, সেটিও জানাতে রাজ্যকে নির্দেশ দেয় হাইকোর্ট ৷
অভিযোগ, 2020 সালে হঠাৎ করে রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্র চালু করে কেন্দ্রের কমন সার্ভিস সেন্টার বন্ধ করে দেয়। ফলে প্রায় ৪০ হাজার ছেলেমেয়ে বেকার হয়ে যান । একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বহু স্কিমের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করা হয় রাজ্যের সাধারণ মানুষকে ৷ এই দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন:
- মেট্রোরেল প্রকল্পের জন্য সেন্ট্রাল পার্কে আর কোনও নির্মাণ নয়, নির্দেশ হাইকোর্টের
- বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথে হেঁটেই একবালপুরে বেআইনি বহুতল ভাঙার নির্দেশ কলকাতা হাইকোর্টের
- রাজ্যপালের যাতায়াত খরচ বাবদ বকেয়া 3 কোটি 61 লক্ষ, টাকা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি রাজভবনকে