পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ডাউনলোড হওয়া 16টি ফাইল দেখতে চাইল হাইকোর্ট

Calcutta High Court on File Download Issue in Leaps and Bounds Office: লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সময় ইডির এক আধিকারিক 16টি ফাইল ডাউনলোড করেন বলে অভিযোগ ৷ সেই নিয়ে কলকাতা পুলিশ তদন্ত করছে ৷ সেই 16টি ফাইল দেখতে চাইল হাইকোর্ট ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি চলাকালীন ওই ফাইলগুলি দেখতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷ শনিবার শুনানির সময় তা আনতে বলেছেন বিচারপতি ৷

Calcutta High Court
Calcutta High Court

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 7:32 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: লিপস অ্য়ান্ড বাউন্ডস কোম্পানিতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে ইডির এক আধিকারিক যে 16টি ফাইল ডাউনলোড করেন বলে অভিযোগ, সেই ফাইলগুলি দেখতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । আগামিকাল শনিবার দুপুর 3টের সময় এই মামলার ফের শুনানি হবে । পুলিশকে তখন ওই ফাইল আনতে হবে আদালতে ।

লিপস অ্যান্ড বাউন্ডসের ইডির তল্লাশির পরে অভিষেকের নাম প্রকাশ্যে আনা নিয়ে, তল্লাশির পদ্ধতি নিয়ে ও তল্লাশিতে কী কী বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো আদালতের সামনে নিয়ে আসার দাবিতে নতুন করে আবেদনপত্র দাখিল করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

এ দিন শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "মামলা এখনও বিচারাধীন আছে৷ শুনানি শেষ হয়ে গেলেও রায়দান করা হয়নি । মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি । তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাখিল করা নতুন আবেদনের শুনানি করার অধিকার আদালতের আছে । নতুন করে উদ্ভুত আপৎকালীন পরিস্থিতিতে আদালত নতুন আবেদন শুনতে পারে । মামলার নিষ্পত্তি হয়ে গেলেও পরিস্থিতির গুরুত্ব বিচার করে পুনরায় সেই মামলায় হস্তক্ষেপ করার আইনি সংস্থান আদালতের আছে ।"

ইডির আইনজীবী এম ভি রাজু তখন বলেন, "অভিষেকের ইসিআইআর খারিজের মামলার শুনানি শেষ হয়ে রায়দান স্থগিত রাখার এই সময়কালে নতুন করে কোনও আবেদন দাখিল করা যায় না । আদালতের সময় নষ্ট করার জন্য এই আবেদনপত্র দাখিল করা হয়েছে । বিচারাধীন মামলার আবেদনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই । ইডির কোনও এক আধিকারিক যদি লিপস অ্য়ান্ড বাউন্ডসের কম্পিউটারে তাঁর মেয়ের ভর্তি সংক্রান্ত কোনও তথ্য দেখে থাকেন, তার সঙ্গে এই মামলার কী সম্পর্ক ?"

শুনানিতে বঞ্চিত চাকরিপ্রার্থীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "যদি একই বিষয়ে না হয়, তাহলে আবেদন করতে পারেন । কিন্তু নতুন করে আবেদন করে যদি সেই ইসিআইআর খারিজের আবেদনই করা হচ্ছে, তাহলে সেটা আইনের চোখে গ্রহণযোগ্য নয় ।"

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে সমর্থন করে বলেন, "মামলাকারী (অভিষেক বন্দ্যোপাধ্যায়) যদি বলেন যে, তিনি যে বিদ্বেষমূলক আচরণের অভিযোগে মামলা দায়ের করেছিলেন, সেই আচরণ এখনও করা হচ্ছে, তাহলেও কি তার নতুন আবেদনের শুনানি আদালত করতে পারে না ?" তিনি ইডির আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, "ওই 16টা ফাইলে কী আছে ? আপনি দেখেছেন ?"

আরও পড়ুন:সক্রিয় লালবাজার, ইডির বিরুদ্ধে অভিযোগ করা লিপস অ্যান্ড বাউন্সের কর্মীকে তলব

তারপরই বিচারপতি জানান, তিনি ওই 16টা ফাইল দেখতে চান ৷ বিচারপতি মনে করেন তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে । আগামিকাল রাজ্যের আইনজীবীকে ডেকে পুলিশের কাছ থেকে ফাইল দেখবেন তিনি বলে জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details