কলকাতা, 23 অগস্ট: উচ্চপ্রাথমিকে (Upper Primary Recruitment) কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে বেশি নম্বর থাকা সত্বেও কেন চাকরি দেওয়া হয়নি ? চার সপ্তাহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এই নির্দেশ দিয়েছেন ।
2016 সালের পরীক্ষার ভিত্তিতে উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 2019 সালে । কিন্তু তিনি কেন সফল হতে পারেননি, সেটা জানতে আরটিআই করেছিলেন চাকরিপ্রার্থী আতিউর রহমান । আরটিআই-এর যে উত্তর তিনি পান তাতে দেখেন, শেষ যে প্রার্থী চাকরিতে নিযুক্ত হয়েছেন তিনি আতিউরের থেকে প্রায় 9 নম্বর কম পেয়েছেন । স্কুল সার্ভিস কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আতিউর রহমান ।
মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2019 সালে সম্পন্ন হয়ে গিয়েছে । নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরটিআই করেছেন চাকরিপ্রার্থী । কিন্তু মামলাকারীর তরফে আইনজীবী বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তাঁরা আরটিআই করেছিলেন ৷ কিন্তু তার জবাব দিতে অনেক দেরি করে স্কুল সার্ভিস কমিশন ।
আরও পড়ুন:Sajal Ghosh Arrest Case : পুলিশের অতি সক্রিয়তা, তদন্তের দাবি করে হাইকোর্টে মামলা সজলের স্ত্রীর