পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TET Pass Marks: টেট পাসের নম্বর নিয়ে মতভেদ হাইকোর্টের দুই বিচারপতির, মামলা সরল অন্য বেঞ্চে - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

টেট পাসের জন্য প্রয়োজনীয় নম্বর কত হবে, তা নিয়ে মতভেদ তৈরি হল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে ৷ ফলে মামলা চলে গেল তৃতীয় বিচারপতির বেঞ্চে ৷

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Jun 28, 2023, 2:59 PM IST

Updated : Jun 28, 2023, 5:29 PM IST

টেট মামলা নিয়ে আইনজীবীর বক্তব্য

কলকাতা, 28 জুন: টেট পরীক্ষায় পাস নম্বর নিয়ে মতভেদ তৈরি হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে ৷ বিচারপতি সুব্রত তালুকদারের মত, টেট পাসের জন্য প্রয়োজনীয় নম্বর 82 ৷ আর বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের মতে টেট পাস তখনই ধরা হবে, যখন কোনও পরীক্ষার্থী 82.5 বা তার বেশি পাবেন ৷ দুই বিচারপতির মধ্যে মতভেদ তৈরি হওয়ায় মামলা গেল তৃতীয় বিচারপতির বেঞ্চে । এখন তৃতীয় বিচারপতির বেঞ্চ নির্দিষ্ট করবেন প্রধান বিচারপতি । সেখানেই এই মামলার শুনানি হবে ৷

প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, 2014 ও 2017 টেট উত্তীর্ণ হওয়ার জন্য সংরক্ষিত ক্যাটাগরির পড়ুয়াদের নম্বর পেতে হবে 83 । কিন্তু 82 পেলেই টেট পাস করবেন পড়ুয়ারা, এমনই রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । টেট পাসের ক্ষেত্রে সংরক্ষিত আসনে 55 শতাংশ নম্বর ধার্য ছিল । দেড়শোতে পরীক্ষা। সেই হিসেবে সাড়ে 82 পেলে পাস । কিন্তু 82 পেলেই পাস হিসেবে ধরতে হবে বলে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় । এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ ও এনসিটি-র রিপোর্ট উল্লেখ করে এই রায় দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সিদ্বান্ত মেনে নেয় । গত বছর 3 নভেম্বর সিঙ্গেল বেঞ্চ রায় দেওয়ার পর প্রায় 10 হাজার প্রার্থী ইতিমধ্যে 82 পেয়ে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউতে অংশ নিয়েছেন ।

কিন্তু বেশ কিছু প্রার্থী ডিভিশন বেঞ্চে মামলা করেন । তাঁদের বক্তব্য, 82 পেলে পাস করানো যাবে না । বিচারপতি সুব্রত তালুকদার সিঙ্গেল বেঞ্চের রায় সঠিক বলে মত দেন । কিন্তু বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর দাবি, যেহেতু 82.5 পাস মার্ক ৷ তাই সেটা 83 হতে পারে, কমতে পারে না । এই মতভেদের কারণে এই মামলা এবার যাবে তৃতীয় বেঞ্চে ।

আরও পড়ুন:2014 সালের টেট-এর প্রশ্ন ভুলে সবাইকে নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Last Updated : Jun 28, 2023, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details