কলকাতা, 21 ফেব্রুয়ারি: ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court on Anish Khan Death case) ৷ এই ঘটনায়, আদালতের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে আবেদন জমা পড়িছিল কলকাতা হাইকোর্টে ৷ সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, বিষয়টি স্বতঃস্ফূর্ত মামলা হিসেবে গ্রহণ করছে আদালত ।
এদিন বেঞ্চের সামনে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "অস্বাভাবিক মৃত্যু হয়েছে আনিশ খানের । সিএএ, এনআরসি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছিল সে । পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র উলুবেড়িয়া হাসপাতালে অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে সরব হয়েছিল । সেই কারণেই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ।"