কলকাতা, 15 ডিসেম্বর : বেআইনিভাবে জলাভূমি ভরাট করলে তা আগের অবস্থায় ফেরাতে হতে পারে, এমনকি সেখানে বেআইনিভাবে কোনও নির্মাণ হয়ে থাকলে তাও ভেঙে ফেলার নির্দেশ দিতে পারে হাইকোর্ট (High Court on Filling of Water Bodies)। মুর্শিদাবাদের একাধিক জায়গায় বেআইনিভাবে জলাভূমি ভরাট সংক্রান্ত মামলায় এই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের ।
যদিও রাজ্যের বক্তব্য, ওই এলাকায় বেআইনিভাবে জলাভূমি ভরাট করা হচ্ছে না । এ ব্যাপারে আগামী 21 ফেব্রুয়ারি সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ।
বহরমপুর পৌরসভায় একটি প্রায় এক বিঘার বেশি জলাভূমি বেআইনিভাবে ভরাট করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা । যদিও মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ওই এলাকায় বেআইনিভাবে কোনও জলাভূমি ভরাট করা হচ্ছে না । পরিবর্তে ওই এলাকায় অন্যত্র বিকল্প জলাভূমি তৈরি করে দেওয়া হবে ।
আরও পড়ুন :KMC : অবৈধভাবে জলাশয় ভরাট রুখতে কড়া কলকাতা পৌরনিগম
কিন্তু বহরমপুর পৌরসভার তরফের আইনজীবী অরিন্দম দাস আদালতে বলেন, "বেআইনিভাবে জলাভূমি ভরাটের অভিযোগে ভূমি সংস্কার আইনের ধারা মেনে অভিযোগ দায়ের করেছে পুলিশ । যেহেতু এখনও রেকর্ডে জমিটি জলা হিসেবে চিহ্নিত, তাই পৌরসভা ও বেআইনি ভরাটের অভিযোগ পেয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে ।"