কলকাতা, 25 নভেম্বর :এসএসসিচতুর্থ শ্রেণির (SSC Group D case) কর্মী নিয়োগ মামলায় নির্দিষ্ট সময়ের পর যাঁদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাঁদের সবার বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত এর আগে 25 জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে জানিয়েছেন, জেলা স্কুল পরিদর্শক 2019 সালের 4 মে নিয়োগের প্যানেল বাতিলের পরে যাঁদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাঁদের সবার বেতন বন্ধ করে দিতে হবে অবিলম্বে ৷
উল্লেখ্য, গত 22 নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এসএসসি'র চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় (SSC Group D Recruitment case ) সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার পরদিনই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের উপর তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয়।
আরও পড়ুন : SSC Group-D Recruitment Corruption : এসএসসি গ্রুপ-ডি’র নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের
সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই আধিকারিকরা বুধবার মামলার সমস্ত নথি আনতে গেলে তাদের জানান হয় ডিভিশন বেঞ্চ এই তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেছে। সিবিআইয়ের তরফে আদালতে সেই কথা জানানো হয়। তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এই মামলায় সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ দিলেও মুল মামলায় নিয়ে আর কোনও পদক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের নির্দেশের কপি দেখে তিনি আজকে মামলাটি ফের শুনবেন বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সেই মতো এদিন শুনানির পর তিনি নির্দেশ দেন, 2019 সালের 4 মের পর যত জনকে নিয়োগ করা হয়েছে তাঁদের সবার বেতন বন্ধ করে দিতে হবে জেলা স্কুল পরিদর্শককে । ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ফের মামলার শুনানি হবে ৷ উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রায় 542 জন প্রার্থীর তালিকা জমা পড়েছে আদালতে, যাঁরা নির্দিষ্ট সময় পেরিয়া যাওয়ার পর নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ ।