পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Utsashree Project Issue : উৎসশ্রীতে আবেদন করেও হয়নি বদলি, ক্ষুব্ধ বিচারপতি ডাকলেন এসএসসি'র চেয়ারম্যানকে - উৎসশ্রী পোর্টালে সমস্যা

বদলির জন্য আবেদন করেও সমস্যা মেটেনি ৷ উৎসশ্রী পোর্টাল সংশ্লিষ্ট স্কুলে শূন্যপদ দেখালেও, কমিশন জানায় শূন্যপদ নেই (Utsashree Project Issue) ৷ এতেই হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষিকা ৷

Utsashree Project Issue
হাইকোর্ট

By

Published : May 12, 2022, 9:56 PM IST

কলকাতা, 12 মে : বাড়ির কাছে বদলি চেয়ে উৎসশ্রী পোর্টালে আবেদন করেছিলেন ৷ প্রথমে সংশ্লিষ্ট স্কুলে শূন্যপদ দেখালেও পরে বলা হয় ওই স্কুলে শূন্যপদ নেই ৷ এরপর বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্কুল শিক্ষিকা অনিন্দিতা বিশ্বাস ৷

শিক্ষিকার কাছ থেকে ঘটনা শোনার পর ক্ষুব্ধ হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ডেকে পাঠান (Calcutta High Court Summons SSC Chairman)৷ সিদ্ধার্থবাবু আদালতে জানান, বর্তমানে শিক্ষা দফতরের উৎসশ্রী পোর্টালে এই মুহূর্তে টেকনিক্যাল সমস্যার কারণে অনেক সময় ভুল দেখাচ্ছে । এই কথা শোনার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত শিক্ষিকার বদলির সমস্যার সমাধানের নির্দেশ দেন ।

আরও পড়ুন :Teacher Transfer : 'সিঙ্গল সাবজেক্ট টিচার'দের জন্য সুখবর, বদলি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরের

আদালত সূত্রে জানা গিয়েছে, বাইপাসের ধারের অজয় নগরের বাসিন্দা শিক্ষিকা অনিন্দিতা বিশ্বাস । নদিয়ার করিমপুরের একটি স্কুলে প্রায় সাড়ে 14 বছর ধরে শিক্ষকতা করছেন ৷ নানারকম শারীরিক সমস্যা ও সন্তানকে কাছে রাখতে বদলির জন্য তিনি প্রথম উৎসশ্রী পোর্টালে আবেদন করেন ৷ কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাঁকে জানায়, মেডিক্যাল গ্রাউন্ডে এই মুহূর্তে কোনও শূন্যপদ নেই । গত 31 মার্চ উল্টোডাঙার স্কুলে শূন্যপদ পূরণ হয়ে গিয়েছে ৷ পরিবর্তে দমদমের একটি স্কুলের কথা জানানো হয় তাঁকে । কিন্তু ওই শিক্ষিকার দাবি উৎসশ্রী পোর্টালে দেখা যাচ্ছে উল্টোডাঙা গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে শূন্যপদ রয়েছে । অবশেষে আদালতের দ্বারস্থ হন অনিন্দিতা । অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গত 12 এপ্রিল তাঁকে বদলির নির্দেশ দেন ৷

বৃহস্পতিবার বিচারপতি নিজের এজলাসে ওই শিক্ষিকাকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখে ডাকেন তাঁকে । এরপর তাঁর কথা শুনে ক্ষুব্ধ হয়ে বিচারপতি সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ডেকে পাঠান । চেয়ারম্যান নিজে এসে জানান, এই মুহূর্তে শিক্ষা দফতরের উৎসশ্রী পোর্টালে কিছু সমস্যা চলায় ভুল দেখাচ্ছে অনেক সময় । তবে ওই শিক্ষিকার বিষয়টি যতটা দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করার আশ্বাসও দেন তিনি ।

আরও পড়ুন :Utsashree problem: 'উৎসশ্রী' পোর্টাল ত্রুটিযুক্ত, প্রয়োজনে আদালতে যেতে পারে শিক্ষক মহল

ABOUT THE AUTHOR

...view details