কলকাতা, 12 জুলাই:পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের পক্ষে ভোট পড়া ব্যালট পেপার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ৷ এমনই বিস্ফোরক অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে । এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিডিওকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ।
প্রসঙ্গত, হুগলির জাঙ্গিপারা ডিএন হাইস্কুল সংলগ্ন রাস্তার ধার থেকে সিপিএমের প্রতীকের উপর ছাপ দেওয়া প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর-সহ কয়েকশো ব্যালট পেপার পাওয়া গিয়েছে । এই ঘটনায় জরুরি ভিত্তিতে সিপিএমের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাইকোর্টের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন । সেই ব্যালট পেপার হাজির করা হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা দুটোয় ওই এলাকার বিডিওকে হাজির হতে হবে আদালতে । এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷
আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "বালি ও জগাছায় অভিযোগ আসছিল সিপিএমের পক্ষে পড়া ভোটের ব্যালট বাক্স ছিনতাই করে তৃণমূলের গুন্ডারা ফেলে দিয়েছে ৷ সেই ব্যালট নর্দমা থেকে উদ্ধার হয়েছে ৷ তাতে সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ছিল ৷ আজকে আদালতে সেই ব্যালটগুলি জমা দেওয়া হয়েছে ৷ আদালতে প্রমাণ হবে এগুলি আসল ব্যালট কি না ৷ তবে এই ব্যালটগুলো কোথা থেকে এল ৷ এই ব্যালট নিয়ে কাউন্টিং অফিসার ও রিটার্নিং অফিসার এফআইআর করেছিল কি না ৷ এই সব বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷ ভোটে 100 শতাংশ জোচ্চুরি হয়েছে ৷ এই কাজ করেছে বিডিওরা ৷ যেসব বিডিও তৃণমূলের দালালের কাজ করেছে তাদের ছাড়ব না ৷"