কলকাতা, 31 জুলাই : রাজ্যের বিভিন্ন আদালতে বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । এর আগে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণনের (T B Radhakrishnan) ডিভিশন বেঞ্চ রাজ্যের বিভিন্ন আদালতে বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে কত মামলা জমে রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা তলব করেছিল । হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে (Registrar General) সেই তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ।
গতকাল হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেল রিপোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High Court) রাজেশ বিন্দলকে (Rajesh Bindal) জানিয়েছেন, সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে জমে থাকা মামলার নিষ্পত্তিতে বারাসতে একটি বিশেষ আদালত ছিল ৷ সম্প্রতি তা বিধাননগরে স্থানান্তরিত হয়েছে । কিন্তু বারাসত আদালতে (Barasat Court) জমে থাকা প্রায় 250-300 মামলা এখনও সেখানে স্থানান্তর করা সম্ভব হয়নি । সেই কাজ চলছে । তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, অবিলম্বে এই কাজ সম্পূর্ণ করতে হবে ৷ আগামী 4 অগস্টের মধ্যে সেই রিপোর্ট আদালতকে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷