কলকাতা, 4 মে:নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ আগামী 6 মে ভারতরত্নের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । 15 মে জেলা আদালতে এই মামলার শুনানির দিন ধার্য ছিল ৷ সেই শুনানি আগামী বুধবার অর্থাৎ 10 মে করবে জেলা আদালত । সিউড়ি আদালত অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর যে স্থগিতাদেশ দিয়েছিল, সেটা আপাতত এই মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিভাসরঞ্জন দে ।
যদিও বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, এই আদালতের এক্তিয়ার নেই মামলা শোনার । জমির উপর স্ট্যাটাসকো নির্দেশ দেওয়া রয়েছে । এর অর্থ তাঁরা সুরক্ষিত । এখানে আবেদন করার এক্তিয়ার নেই । হাইকোর্ট এই মামলা শুনতে পারে না ৷ অমর্ত্য সেনের তরফে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, 15 মে শুনানি থাকলেও 6 মে ওই জমি খালি করার নোটিশ দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে । বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন, আগামী বুধবার 10 মে এই মামলার শুনানি করবে জেলা বিচারক ।