কলকাতা, 8 ডিসেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে রাজ্যের করা সমস্ত এফআইআর এর উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বৃহস্পতিবার এই স্থগিতাদেশ জারি করেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তাঁর নির্দেশ, যতদিন মামলার নিষ্পত্তি না হবে, ততদিন পর্যন্ত স্থগিতাদেশ থাকবে ।
আদালত জানিয়েছে, সবপক্ষ হলফনামা জমা দেওয়ার পর আদালত ঠিক করবে, এই সমস্ত মামলা কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাবে কি না! বিচারপতি পর্যবেক্ষণে বলেন, ‘‘শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা। এই ভাবে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) করে পুলিশ জনগণের জন্য তাঁর কাজ স্তব্ধ করার চেষ্টা করছে।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা হচ্ছে একের পর এক মামলা । এর আগে আদালতের নির্দেশ ছিল, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না । তারপরেও মামলা রুজু করছে পুলিশ । সমস্ত মামলা খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু ।
বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে ৷ সেখানে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী এস এস পাটওয়ালিয়া বলেন, ‘‘এই নিয়ে দ্বিতীয় বা তৃতীয় বার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে । শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক এফআইআর হচ্ছে । বিভিন্ন থানায় সামান্য অজুহাতে এফআইআর দায়ের করা হচ্ছে । আদালতের নির্দেশ ছিল, আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না । হাইকোর্টের সেই নির্দেশ সুপ্রিম কোর্টও (Supreme Court) বহাল রেখেছিল ।’’