কলকাতা, 29 জুন:বিষ্ণুপুরে সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court Stay Oredered the FIR against CBI Officer)। বুধবার বক্তব্য শোনার পর এফআইআরের উপর 6 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি বিবেক চৌধুরী ৷ জোর করে বয়ান নেওয়ার অভিযোগে সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় বিষ্ণুপুরে । সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই । বুধবার তাতেই স্থগিতাদেশ দিল হাইকোর্ট ৷
আদালতে সিবিআইয়ের তরফের আইনজীবী সম্রাট গোস্বামী বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এফআইয়ার দায়ের হয় । কয়লা পাচারের মূল তদন্তকে আটকানোর জন্য এই চেষ্টা করা হচ্ছে ।"
আরও পড়ুন :কয়লা পাচার কাণ্ডের সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা রাজ্য পুলিশের
দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করেন এক ব্যক্তি । তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে হুমকি দেওয়া হয় ৷ উমেশ কুমার-সহ অন্যান্য সিবিআই আধিকারিকরা খারাপ ব্যবহার করেন । এমনকী সিবিআই আধিকারিকদের দাবি মতো বয়ান রেকর্ড করানোর জন্যও চাপ দেওয়া হয় ।
এই মর্মে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানায় একাধিক ধারায় উমেশ কুমার-সহ সিবিআই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করেন ওই ব্যক্তি । কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে ওই ব্যক্তিকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে এভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ ।
আরও পড়ুন :কয়লা পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজির শওকত মোল্লা, শুরু জিজ্ঞাসাবাদ