কলকাতা, 26 সেপ্টেম্বর: মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনে ফের স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই স্থগিতাদেশ দিয়েছেন মঙ্গলবার । ফলে আগামিকাল হচ্ছে না স্থায়ী সমিতির নির্বাচন ।
কংগ্রেসের আপত্তিতেই এই নির্বাচন স্থগিত করলেন বিচারপতি । কংগ্রেসের তরফে আইনজীবী এ দিন জানান, 25-27 সেপ্টেম্বর নবনির্বাচিত প্রধান ও উপ-প্রধানদের তিনদিনের প্রশিক্ষণ শিবির চলছে । এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন হবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ ওই আইনজীবী আরও জানান, সকাল সাড়ে 10টা থেকে সাড়ে 5টা থেকে প্রশিক্ষণ চলছে ।
কংগ্রেসের আইনজীবীর এই বক্তব্য শোনার পরই বিচারপতি নির্দেশ দেন, নতুন করে তারিখ ঠিক করে আদালতে জানাতে হবে । আগামী 29 সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে ।
এর আগে গত 11 সেপ্টেম্বর মুর্শিদাবাদের রানিনগর-2 ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনের ফলাফলের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা । ডোমকলের মহকুমাশাসককে নির্দেশ দেন, নির্বাচন সংগঠিত হলে 20 সেপ্টেম্বর পর্যন্ত তা কার্যকর হবে না । আর নির্বাচন না হলে এখন আপাতত নির্বাচন করা যাবে না ৷ পরে আবার হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে আদালতের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করবে রানিনগর-2 পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন । ফলে তারপর আর নির্বাচন হয়নি ।
উল্লেখ্য, 11 সেপ্টেম্বর মুর্শিদাবাদের রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনের আগে এলাকায় ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয় । বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস । পঞ্চায়েত সভাপতি-সহ প্রায় 36 জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয় ।
27 আসন বিশিষ্ট রানিনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বাম-কংগ্রেস জোট জিতেছিল 14টি আসনে । তৃণমূলের দখলে ছিল 13টি । তিন কংগ্রেস সদস্যকে তৃণমূলে যোগদান করানো হয় । ফলে পরিসংখ্যান তৃণমূলের 16, বাম-কংগ্রেসের 11 ।
আরও পড়ুন:রানিনগরে পঞ্চায়েত সমিতির নির্বাচনের ফলাফলের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের