কলকাতা, 1 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড়দা কৃষ্ণেন্দু অধিকারীকে হয়রানির মামলায় পূর্বে মেদিনীপুরের এগরার এসডিপিও’কে 5 লাখ টাকা জরিমানা করা হল ৷ বুধবার এই জরিমানা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । নির্দেশে তিনি জানান, এসডিপিও-কে নিজের পকেট থেকে এই টাকা দিতে হবে । আগামী চার সপ্তাহের মধ্যে এই জরিমানার টাকা না-দিলে আদালত রুল ইস্যু করবে ।
পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, এই মামলায় কোনও নোটিস ইস্যু করা যাবে না । আগের ইস্যু করা নোটিস খারিজ করা হল ৷ এদিন এই মামলার শুনানির সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশ-প্রশাসনকে ৷ নির্দেশে বিচারপতি আরও উল্লেখ করেন, একজন সাক্ষীকে এভাবে হয়রানি ছাড়া আর কিছুই নয় । পুলিশ কোনও নাগরিককে হয়রানির জন্য তৈরি হয়নি । বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের প্রশ্ন, সাক্ষী হিসেবে ডেকে কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন চাইতে পারেন ?
উল্লেখ্য, পল্লব দত্ত নামে এক ব্যাক্তি পূর্ব মেদিনীপুরে দীঘা-মেচেদা রোডের দু’ধারে যে এলইডি আলো দেওয়া হয়েছে, তা নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ করেন । কাঁথি পৌরসভা এলাকায় 2016-2017 আর্থিক বছরে ওই আলোর ব্যবস্থা করা হয় ৷ 2-3 কোটি টাকা খরচ করে ওই আলো রাস্তার দু’পাশে দেওয়া হয় । কিন্তু সেগুলো কোনও পরিচর্যা করা হচ্ছে না । তাই কাঁথি পৌরসভার তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা দায়ের করেন পল্লব দত্ত নামে ওই ব্যক্তি । সেই সময় কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী ।
এ দিন আদালতে শুভেন্দু-সৌমেন্দুদের বড়দা কৃষ্ণেন্দু অধিকারীর তরফে আইনজীবী ছিলেন রাজদীপ মজুমদার ৷ তিনি আদালতে ব্যঙ্গের সুরে বলেন, ‘‘অভিযোগকারী মর্নিংওয়াকে গিয়ে দেখেন এবং মেচেদা বাইপাস থেকে দিঘা বাইপাসের আলোর সমস্যা নিয়ে একটি অভিযোগ জানান । সেই দিনই কাঁথি থানায় বিরোধী দলনেতার ভাইয়ের (সৌমেন্দু অধিকারী) নামে এফআইআর দায়ের হয়ে গেল । সেই মামলাতেই 160 নোটিস ইস্যু করে ডেকে পাঠানো হয়েছে কৃষ্ণেন্দু অধিকারীকে ।’’
আরও পড়ুন:দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে আরও তিনসপ্তাহ বাড়াল সৌমেন্দুর রক্ষাকবচ