কলকাতা, 5 অক্টোবর:গ্র্যান্ড হোটেলের সামনে হকারদের বসার আলাদা জায়গা পৌরনিগম চিহ্নিত করেছে কি না, তা 28 নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন ।
হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 2014 সালে আইন তৈরি হয়েছিল । সেই আইন আজও কার্যকর হয়নি । গ্র্যান্ড হোটেলের সামনে বেআইনি হকার সংক্রান্ত মামলায় এই তথ্য এ দিন সামনে এল আদালতে । ঐতিহ্যমণ্ডিত এই হোটেলের সামনের ফুটপাথ নহু বছর ধরেই হকারদের দখলে । হুকিং করে তাঁরা আলো জ্বালাচ্ছেন । এমনই যাবতীয় অনিয়মের প্রতিকার চায় হোটেল কর্তৃপক্ষ । সিইএসসি জানায়, ওই হোটেলের সামনে তারা দুটি 'ব্লক মিটার' লাগিয়ে দিয়েছে হকারদের জন্য । সেখান থেকে সাব-মিটারের মাধ্যমে হকাররা আলোর সংযোগ নেন । কিন্তু বেআইনি সংযোগ কেউ নেন কি না, সেই তথ্য কেন নেই ? প্রশ্ন তোলে আদালত । সিইএসসি সমীক্ষা করে তা জানাবে বলে জানিয়েছে ।