পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: রাজ্য বার কাউন্সিলের পরিচয়পত্রে মায়ের নাম কি থাকা উচিত ? জানতে চাইল কলকাতা হাইকোর্ট - ভারতীয় বার কাউন্সিল

আইনজীবীদের পেশাগত নথিভুক্তির আবেদনপত্র বা ফর্মে (Enrolment Application Forms for Advocates) মায়ের নাম, পরিচয়ও লিখতে হবে ৷ এই দাবিতে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ সেই মামলায় ভারতীয় বার কাউন্সিল (Bar Council of India) এবং তাদের রাজ্য শাখার মতামত চাইল আদালত ৷

Calcutta High Court seeks response of Bar Council on inclusion of mothers identification in enrolment form of advocates
Calcutta High Court: রাজ্য বার কাউন্সিলের পরিচয়পত্রে মায়ের নাম কি থাকা উচিত ? জানতে চাইল কলকাতা হাইকোর্ট

By

Published : Nov 27, 2022, 6:31 PM IST

কলকাতা, 27 নভেম্বর: আইনজীবীদের পেশাগত নথিভুক্তির জন্য যে আবেদনপত্র বা ফর্ম (Enrolment Application Forms for Advocates) পূরণ করতে হয়, সেখানে আবেদনকারীর বাবার পরিচয়ের পাশাপাশি মায়ের পরিচয় সংক্রান্ত একটি 'কলাম' রাখতে হবে ৷ এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী ৷ সেই মামলার প্রেক্ষিতেই এবার ভারতীয় বার কাউন্সিল (Bar Council of India) এবং তাদের রাজ্য শাখার মতামত জানতে চাইল আদালত ৷

মামলাকারী মৃণালিনী মজুমদার (Mrinalini Majumdar) নিজেও একজন আইনজীবী ৷ সংশ্লিষ্ট জনস্বার্থ মামলায় তাঁর যুক্তি, রাজ্য বার কাউন্সিলের পরিচয়পত্রে এবং আইনজীবীদের পেশাগত নথিভুক্তির ফর্মে বাবার পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্য নেওয়া হয় ৷ কিন্তু, মায়ের পরিচয় চাওয়া হয় না ৷ এই ঘটনা আদতে পিতৃতান্ত্রিক মানসিকতাকেই সমর্থন করে ৷ যা অন্যায্য ৷ তাই প্রচলিত নিয়মে সংশোধন আনার দাবি তুলেছেন মৃণালিনী ৷

আরও পড়ুন:ছোটবেলা কেটেছে অভাবে, মেলেনি প্রথাগত শিক্ষা ! পদ্মশ্রী রাহিবাই এখন দেশের 'বীজমাতা'

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Chief Justice Prakash Shrivastava) ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে ৷ বেঞ্চের তরফ থেকে বার কাউন্সিলকে এই বিষয়ে তাদের অবস্থান ও মতামত জানাতে বলা হয়েছে ৷ নির্দেশ দেওয়া হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যেই বার কাউন্সিলকে এ নিয়ে তাদের হলফনামা আদালতের কাছে জমা দিতে হবে ৷

মামলাকারী আইনজীবীর হয়ে আদালতে মামলাটি লড়ছেন তাঁর আইনজীবী ফিরোজ এডুলজি ৷ তিনি আদালতের কাছে আবেদন জানান, লিঙ্গবৈষম্য দূর করতে আগামী দিনে রাজ্য বার কাউন্সিলের পরিচয়পত্রে এবং আইনজীবীদের পেশাগত নথিভুক্তির ফর্মে যেন অবশ্যই বাবার পরিচয়ের পাশাপাশি মায়ের পরিচয়ও চাওয়া হয় এবং তার জন্য আলাদা 'কলাম' রাখা হয় ৷ এই বিষয়ে যাতে অবিলম্বে রাজ্য বার কাউন্সিলের চেয়ারপার্সনকে যথাযথ নির্দেশ পাঠানো হয়, আদালতের কাছে সেই আবেদনও করেছেন মামলাকারীর আইনজীবী ৷

একইসঙ্গে, মামলাকারীর দাবি, যে আইনজীবীরা তাঁদের নাম ইতিমধ্যেই বার কাউন্সিলে নথিভুক্ত করিয়েছেন, তাঁরাও যাতে আগামী দিনে মায়ের নাম, পরিচয় নথিভুক্ত করেন, আদালত যেন তাও নিশ্চিত করে ৷ এবং সংশ্লিষ্ট আইনজীবীদের যেন বার কাউন্সিলের তরফ থেকে সংশোধিত নয়া পরিচয়পত্র দেওয়া হয় ৷ মামলাকারীর বক্তব্য, একলা মায়ের সন্তানও ভারতের নাগরিক ৷ তাহলে সেই সন্তান কেন তাঁর মায়ের পরিচয় নথিভুক্ত করাতে পারবেন না ? এটা তো তাঁর সাংবিধানিক অধিকার ৷

ABOUT THE AUTHOR

...view details