কলকাতা, 10 জানুয়ারি : শুভেন্দু অধিকারীর নেতাই সফরে কি ঘটেছিল ? রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি আদালতের নির্দেশ থাকার পরেও কেন তাঁকে নেতাইয়ে ঢুকতে দেওয়া হল না, তা জানতে চাইলেন বিচারপতি রাজশেখর মান্থা ৷
উল্লেখ্য, গত 7 জানুয়ারি নেতাই গণহত্যার শহিদ স্মরণে যাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু রাজ্য পুলিশ অনুমতি না দেওয়ায়, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল জানিয়ে ছিলেন, নেতাই যাওয়ার জন্য আলাদা করে শুভেন্দু অধিকারীকে অনুমতি নেওয়ার দরকার নেই ৷ তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান কেন্দ্রের থেকে ৷ পাশাপাশি রাজ্যের নিরাপত্তা প্রয়োজন হলে, তিনি আগে থেকে জানালেই তাঁকে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ ৷
আরও পড়ুন : Go Back Slogan To Suvendu Adhikari : পটাশপুরে শুভেন্দু অধিকারীকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের
কিন্তু, 7 জানুয়ারি শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ এনিয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে নেতাইয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু (Calcutta High Court Seeks Report on Suvendus Netai Incident) ৷
আরও পড়ুন : Netai Dibas : নেতাইয়ে পথ আটকাল পুলিশ, ভীমপুরে অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান শুভেন্দুর
নেতাই গণহত্যায় নিহতদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর আবেদন জানিয়ে গত 5 জানুয়ারি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু ৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানিয়ে ছিলেন, শুভেন্দুর নেতাই যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই ৷ বেলা 12টা থেকে বিকেল ৪টের মধ্যে তিনি নেতাই যাবেন বলেও আদালতে জানান শুভেন্দু ৷ কিন্তু, 7 জানুয়ারি বেলা 3 টের পর তিনি নেতাই ঢুকতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন বলে অভিযোগ উঠেছে ৷ সেই নিয়েই রাজ্যের রিপোর্ট তলব করলেন বিচারপতি রাজশেখ মান্থা ৷