পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attacks on Vande Bharat Express: বন্দে ভারতে হামলায় মমতার মন্তব্য উস্কানিমূলক ! ব্যাখ্যা তলব হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

বন্দে ভারত এক্সপ্রেসে হামলার (Attacks on Vande Bharat Express) ঘটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্য (Mamata Banerjee Tweet) নিয়ে শুরু জলঘোলা ৷ ঘটনার প্রেক্ষিতে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

Calcutta High Court seeks explanation on Mamata Banerjee comment over Attacks on Vande Bharat Express
ফাইল ছবি

By

Published : Mar 17, 2023, 7:22 PM IST

কলকাতা, 17 মার্চ:বন্দে ভারত এক্সপ্রেসের উপর একের পর হামলার (Attacks on Vande Bharat Express) সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যে মন্তব্য (Mamata Banerjee Tweet) করেছিলেন, তা ভারতীয় সংবিধানের 153এ ধারার পরিপন্থী ৷ এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৷ এই বিষয়ে তাই রাজ্যের ব্যাখ্যা তলব করলেন বিচারপতি বিবেক চৌধুরী ৷ আগামী 21 মার্চ আদালতে এর ব্যাখ্য়া পেশ করবেন অ্যাডভোকেট জেনারেল ৷

ঘটনার সূত্রপাত বুঝতে গেলে একটু পিছিয়ে যেতে হবে ৷ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর একাধিকবার সেমি-হাইস্পিড এই ট্রেনের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ তা নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছে ৷ প্রথম দিকে এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলে বিজেপি ৷ পরবর্তীতে, একটি ঘটনায় হামলার সময়কার ফুটেজ পাওয়া গিয়েছে বলে দাবি করে রেল কর্তৃপক্ষ ৷ তারা জানায়, হামলা চালানো হয়েছিল বিহারে, বাংলায় নয় ৷ পরবর্তীতে বন্দে ভারতের বহু যাত্রীও জানান, বিহারের মধ্যে যাত্রাকালে তাঁদের ট্রেন হামলার মুখে পড়েছিল ৷

আরও পড়ুন:'বাংলার বদনাম করতেই অপপ্রচার !' বন্দে ভারত ইস্যুতে সরব মমতা

সেই ঘটনার প্রেক্ষিতে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেন ৷ সেই টুইটে তিনি দাবি করেন, যা ঘটেছে, সেটি বিহারের ঘটনা ৷ এছাড়াও, সেই সময় সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে ! পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট টুইটটি রি-টুইট করে একটি সংবাদপত্র সংস্থা ৷ তার জেরে তাদের বিরুদ্ধে বেলেঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

অভিযোগকারীর বক্তব্য, বন্দে ভারতে যাঁরাই হামলা করুন না কেন, বাংলা-বিহার সংক্রান্ত মন্তব্য এক্ষেত্রে কাম্য নয় ৷ কারণ, তাতে ভিন্ন প্রদেশের, ভিন্ন ভাষাভাষি এবং ভিন্ন জাতির মানুষের মধ্যে বিভেদ ও অশান্তি তৈরি হতে পারে ৷ এই অভিযোগ খারিজ করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট সংবাদগোষ্ঠী ৷ সেই মামলায় প্রাথমিকভাবে আদালত সংশ্লিষ্ট অভিযোগটি খারিজ করেনি ৷ বদলে তারই প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details