কলকাতা, 17 মার্চ:বন্দে ভারত এক্সপ্রেসের উপর একের পর হামলার (Attacks on Vande Bharat Express) সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যে মন্তব্য (Mamata Banerjee Tweet) করেছিলেন, তা ভারতীয় সংবিধানের 153এ ধারার পরিপন্থী ৷ এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৷ এই বিষয়ে তাই রাজ্যের ব্যাখ্যা তলব করলেন বিচারপতি বিবেক চৌধুরী ৷ আগামী 21 মার্চ আদালতে এর ব্যাখ্য়া পেশ করবেন অ্যাডভোকেট জেনারেল ৷
ঘটনার সূত্রপাত বুঝতে গেলে একটু পিছিয়ে যেতে হবে ৷ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর একাধিকবার সেমি-হাইস্পিড এই ট্রেনের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ তা নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছে ৷ প্রথম দিকে এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলে বিজেপি ৷ পরবর্তীতে, একটি ঘটনায় হামলার সময়কার ফুটেজ পাওয়া গিয়েছে বলে দাবি করে রেল কর্তৃপক্ষ ৷ তারা জানায়, হামলা চালানো হয়েছিল বিহারে, বাংলায় নয় ৷ পরবর্তীতে বন্দে ভারতের বহু যাত্রীও জানান, বিহারের মধ্যে যাত্রাকালে তাঁদের ট্রেন হামলার মুখে পড়েছিল ৷