কলকাতা, 22 অগস্ট: বাঁশবেড়িয়া হাইস্কুলে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা টেনে নামানোর অভিযোগে মামলা । মঙ্গলবার এই অভিযোগ পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । রাজ্য এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ মামলাকারী শুভেন্দু অধিকারী হওয়ায় এই ঘটনায় রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা ঠিক নয় বলে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি । ঠিক কী ঘটনা ঘটেছিল সে দিন, রাজ্যের কাছে তার রিপোর্ট তলব করল হাইকোর্ট ।
বাঁশবেড়িয়ায় জাতীয় পতাকার অবমাননা, দেশবিরোধী স্লোগান, পাথর ছোড়ার অভিযোগ উঠেছে একদল দুস্কৃতীর বিরুদ্ধে । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশ, সরকারি স্কুলের ভিতরে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ অত্যন্ত গুরুতর । রাজ্য অভিযোগ খতিয়ে না দেখে কে মামলা করেছে সেইদিকে তাকিয়ে রয়েছে, এটা ঠিক নয় । রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে ৷
বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে ঠিক কী ঘটনা ঘটেছিল 15 অগস্ট ? তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি ৷ স্কুলকে এই মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছেন তিনি । পাশাপাশি যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের কোন সংশোধনাগারে রাখা হয়েছে, তাঁরা কারা এবং এই 31 জনের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা আছে কি না, তা রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে আদালত । আগামী 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।
এ দিন শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী সূর্যনীল দাস বলেন, "বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা হয়েছে । জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রায় 30 জনেরও বেশি দুস্কৃতীদের একটি দল জাতীয় পতাকার প্রতি অবজ্ঞা ও অসম্মান করে, টেনে নামানো হয় পতাকা ৷ তারা দেশবিরোধী স্লোগান দিতে থাকে এবং পাথর ছোড়ে ।"