কলকাতা 7 মে : ভোট পরবর্তী অশান্তি নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের । আগামী সোমবারের মধ্যে প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বিশেষ বেঞ্চে স্বরাষ্ট্রসচিবকে জানাতে হবে রাজ্যে ঘটে চলা হিংসা প্রতিরোধে কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন । পাশাপাশি এখন পর্যন্ত যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে, সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য তা জানাতে হবে কলকাতা হাইকোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চে । রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে সিট গঠনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ ।
মামলাকারীর বক্তব্য, রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে । প্রতিটি রাজনৈতিক দলের সদস্য অন্য দলের সদস্যকে মারছে । রাজ্যে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে । বহু মানুষ আক্রান্ত । বহু সাধারণ মানুষ ঘরছাড়া ৷ পালিয়ে বেড়াচ্ছেন তাঁরা । এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক ৷ বিশেষ তদন্তকারী দল তৈরি করে সমস্ত ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিক আদালত ।