কলকাতা, 20 নভেম্বর: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভায় অনুমতি দিক রাজ্য, সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা । রাজ্যকে এই ব্যাপারে আগামী বুধবারের মধ্যে আদালতে জানাতে হবে যে তারা এই নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে । এমনটাই জানিয়েছেন বিচারপতি ৷
রাজ্য বিজেপির তরফে এই দিন আইনজীবী সৌম্য মজুমদার বলেন, ‘‘28 নভেম্বর সভা করার জন্য 18 নভেম্বর অনুমতি চেয়ে আবেদন জানানো হয় । কিন্তু 24 ঘণ্টার মধ্যে, তা খারিজ করে দেয় পুলিশ । পুনরায় সভার দিনক্ষণ পরিবর্তন করে জয়েন্ট কমিশনার অফ পুলিশের কাছে আবেদন করা হয় । কিন্তু তাও আবেদন বাতিল করে পুলিশ ।’’ রাজ্যের আইনজীবী অমল সেন জানান, প্রশাসনকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় দেওয়া হোক ।
বিচারপতি রাজা শেখর মান্থা রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "আমি অবাক হচ্ছি আপনাদের আপত্তি জানানো দু’টি চিঠির বয়ান দেখে । এটা তো স্বাধীন রাষ্ট্র । এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে । দু’টো অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ । একটাতেও আপত্তির কারণ লেখা পর্যন্ত নেই । খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাবে । কী শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক । কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে ।"
উল্লেখ্য, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভা হবে । প্রথমে 28 নভেম্বর সভা করতে চেয়ে আবেদন করে বিজেপি । কিন্তু 15 দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি করে । পরে 29 নভেম্বর সভা করতে চেয়ে নতুন আবেদন করা হয় বিজেপির তরফে । কিন্তু কোনও কারণ না দেখিয়ে সেই আবেদনও বাতিল করে পুলিশ ৷ দ্বিতীয় বাতিল পত্রে বয়ান একইরকম ।