কলকাতা, 11 অক্টোবর: গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ আদিবাসী সংরক্ষিত ৷ কিন্তু আদিবাসী কোনও জয়ী সদস্য না থাকায় বোর্ড গড়তে পারছে না তৃণমূল ৷ তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সাধারণ কোনও জয়ী সদস্য়কে প্রধান পদে বসার অনুমতি চেয়েছিল রাজ্যের শাসক দল ৷ কিন্তু বুধবার তৃণমূলের ওই আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ তাঁর নির্দেশ, ‘‘কোনও সংরক্ষিত পদের জন্য একজনও যদি যোগ্য প্রার্থী থাকেন, তা হলে তাঁকেই ওই পদে বসাতে হবে ।’’
পূর্ব বর্ধমানের রায়না-1 ব্লকের নাড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূল প্রার্থীরা এই আবেদন করেন ৷ ওই পঞ্চায়েতে 22টি আসন ৷ আদিবাসী সংরক্ষিত আসনে জিতেছেন কংগ্রেসের মিনতি মান্ডি ৷ এছাড়া সিপিএম তিনটি আসনে জিতেছে ৷ 18টি আসনে জিতেছে তৃণমূল ৷ ওই পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য 12টি আসনে জয়ই যথেষ্ট ৷ শাসক দল তার থেকেও ছ’টি বেশি আসনে জিতেছে ৷
তার পরও তারা ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পারছে না ৷ কারণ, তৃণমূলের কোনও আদিবাসী প্রার্থী জেতেনি ৷ আদালত সূত্রে খবর, তৃণমূল মামলা দায়ের করে ওই প্রধান পদ সংরক্ষণের আওতার বাইরে আনার জন্য আবেদন করে ৷ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয় ৷