কলকাতা, 6 ডিসেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) বেনাপোলের আগে চেকপোস্ট বসিয়ে রাজ্য বেআইনি ভাবে টোলট্যাক্স (Illegal Toll Tax Collection) নিচ্ছে বলে দাবি করে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । মঙ্গলবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ।
মামলাকারীর তরফে আইনজীবী অভ্রতোষ মজুমদার বলেন, ‘‘এই ভাবে টাকা তোলার কোনও নির্দিষ্ট রুল আছে কি না, সেই প্রশ্ন তুলেছিলাম আমরা । রাজ্য সাংবিধানিক আইন বা নির্দিষ্ট কোনও আইনের বলে করছে কি না, সেটা জানতে চেয়েছি আমরা । রাজ্য এইভাবে টাকা নিতে পারে না ।’’
তিনি আরও বলেন, ‘‘2 নভেম্বর 2022 মামলাকারী একটা রিপ্রেজেন্টটেশন দিয়েছিল রাজ্যকে । রাজ্য যেভাবে সীমান্ত এলাকায় টাকা তুলছে, তা আসলে দেশের সংরক্ষিত তহবিলে যাওয়া উচিত । রাজ্য এভাবে ব্যবসা করতে পারে না । রাজ্য এমনকি বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছে এই টাকা নেওয়ার ব্যাপারে । কিন্তু কেন্দ্রীয় সরকারকে কিছু জানানো হয়নি । ফিনান্স ডিপার্টমেন্ট, বিদেশ দফতরের সঙ্গে কোনও কথাই বলা হয়নি ।’’