পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gangasagar Mela 2022 : গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার শুনানি শেষে রায়দান স্থগিত হাইকোর্টের - high court reserves verdict on gangasagar mela

হাইকোর্টের সম্মতিতেই করোনা বিধি মেনে শুক্রবার শুরু হয় গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022) ৷ তারপরেও সংক্রমণের বাড়বাড়ন্তে ফের অবিলম্বে মেলা বন্ধ করার জন্য একাধিক মামলা দায়ের হয় ৷ সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখল হাইকোর্ট ৷

Gangasagar Mela 2022
গঙ্গাসাগর মেলা 2022

By

Published : Jan 10, 2022, 5:11 PM IST

কলকাতা, 10 জানুয়ারি :হাইকোর্টের নির্দেশে চলছে গঙ্গাসাগর মেলা (gangasagar mela news) ৷ তার মধ্যেই ফের করোনা চোখ রাঙানি বৃদ্ধি পেতেই গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার দাবিতে আজ সকালে একাধিক মামলা দায়ের হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । মেলা অবিলম্বে বন্ধ করার দাবিতে মামলা করেন একাধিক ব্যক্তি (Gangasagar Mela 2022) । তাঁদের তরফের আইনজীবীরা আর্জি জানান, প্রয়োজনে অবিলম্বে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করে আদালত মেলা বন্ধ রাখার নির্দেশ দিক ৷ না হলে এখান থেকে ব্যাপক হারে করোনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন আদালতে ।

করোনাবিধি মানা হচ্ছে কি না তা রাজনৈতিক নেতা বা সরকারি অফিসারদের থেকে চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনেক বেশি জানেন বলে মনে করছেন মামলাকারীরা ।

পাশাপাশি রাজ্যের তরফে বলা হয়, কেন বিরোধী দলনেতাকে রাখা হবে আদালত নির্দেশিত কমিটিতে ৷ এর ফলে রাজনৈতিক রং তৈরি হচ্ছে । যা রাজ্যের কাছে অভিপ্রেত নয় । রাজ্য চায় না এই মেলা কোনও রাজনৈতিক দিকে মোড় নিক । অবিলম্বে শুভেন্দু অধিকারীর নাম কমিটি থেকে বাদ দেওয়া হোক ।

অন্যদিকে, চিকিৎসকরা নিজেদের এই কমিটিতে রাখার আবেদন জানান । কুণাল সরকার, অভিজিৎ চৌধুরী-সহ একাধিক নাম উল্লেখ করেছেন তাঁরা । সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে হাইকোর্ট ।

আরও পড়ুন :Gangasagar Mela : গঙ্গাসাগর মেলার নজরদারিতে কেন শুভেন্দু, নির্দেশ পুনর্বিবেচনার আবেদন হাইকোর্টে

ABOUT THE AUTHOR

...view details