কলকাতা, 28 জুন:নন্দীগ্রামের দুই ব্লকে বিজেপি প্রার্থী, এজেন্ট, পদাধিকারী, সমর্থক মিলিয়ে 50 জনের বিরুদ্ধে 15 জুলাই পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ বুধবার পুলিশকে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ৷
মামলাকারীরা পুরনো এবং নতুন মিলিয়ে প্রায় 16টি মামলার তালিকা আদালতের কাছে তুলে ধরেন । আদালতে আবেদনকারীদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের মুখে এই মামলাগুলিকে সামনে রেখে তাঁদের হেনস্তা করা হতে পারে । তাঁদের এই আবেদনের পর বিচারপতি রাজা শেখর মান্থা পুলিশকে নির্দেশ দিয়েছেন যে, ওই মামলাগুলির তদন্ত চলতে পারে । কিন্তু তার ভিত্তিতে কোনও পদক্ষেপ আপাতত করা যাবে না আবেদনকারীদের বিরুদ্ধে ।
নন্দীগ্রামের দুটি ব্লকে বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের বিভিন্ন মামলায় হেনস্তা করা হচ্ছে । এমনই অভিযোগ সেখানকার বিজেপি কর্মী ও সমর্থকদের ৷ তাঁদের আশংকা, ভোট যত কাছে এগিয়ে আসবে, তাঁদের উপর হেনস্থা আরও বাড়বে ৷ এই আশংকার কথা জানিয়েেই গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের দুটি ব্লকের বিজেপি কর্মী সমর্থকেরা ।