কলকাতা, 29 সেপ্টেম্বর: লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সমস্ত মামলার তদন্ত থেকে সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, এই ধরনের তদন্তে যে আত্মবিশ্বাস প্রয়োজন, সেই ধরনের আত্মবিশ্বাস মিথিলেশ কুমার মিশ্রার নেই বলে মনে করছেন তিনি ।
বিচারপতি শুক্রবার তাঁর নির্দেশে বলেন, ওই আধিকারিকের সঙ্গে তাঁর গতদিনের কথোপকথনের পর মনে হয়েছে, এই ধরনের তদন্ত সামলাতে তাঁর সামর্থ্যের অভাব রয়েছে । তাঁর জায়গায় অন্য কোনও আধিকারিককে তাঁর পদে নিযুক্ত করতে ইডির ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
রাজ্যের কোনও মামলার কোনও বিষয়ে তিনি তদন্ত করতে পারবেন না বলে জানিয়েছে আদালত । রাজ্যের কোনও মামলার তদন্তে তাঁকে নিয়োগ করা যাবে না বলেও জানানো হয়েছে । পাশাপাশি, এই নির্দেশের জন্য 3 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ যেন কোনও ভাবেই প্রভাবিত না হয়, সে জন্য ইডিকে সতর্ক করেছেন বিচারপতি সিনহা ।
এ দিনের শুনানিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "ইডি আধিকারিকের কাছে জানতে চাওয়া হোক, তাঁরা তদন্ত সম্পুর্ণ করতে পারবেন কি না ।" এর উত্তরে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "আমরা যত্ন নিয়েই তদন্ত করছি । আমরা যে পদ্ধতিতে তদন্ত করছি তাতে কোনও গাফিলতির প্রশ্নই ওঠে না । আমরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছি ।"