কলকাতা 15 মার্চ: তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুকে আগামী সোমবার পর্যন্ত ইডি দফতরে হাজিরা দিতে হবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন ৷ ইডিকে এই মামলার সমস্ত রেকর্ড পেশ করতে হবে পরবর্তী শুনানির দিন । আগামী সোমবার হবে শুনানি । তদন্তের উপর স্থগিতাদেশ নয় । তবে আপাতত ইডি অফিসে হাজিরা দেওয়ার দরকার নেই সঞ্জয় বসুর বলে জানিয়েছে আদালত (Calcutta High Court relief for Sanjay Bose till Monday ) ।
বুধবার অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এই রায়ের উপর স্থগিতাদেশ চেয়েছিলেন । কিন্তু ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিলেন । এদিন ধীরজ ত্রিবেদী ইডির তরফে জানান, ডিভিশন বেঞ্চের এই মামলা শুনানি করার এক্তিয়ার নেই । এটা কোনও সিঙ্গেল বেঞ্চের শোনার কথা । এটা কোনও পঞ্জি(চিটফাণ্ড) সম্পর্কিত মামলা নয় । বিচারপতি আইপি মুখোপাধ্যায় জানতে চান, কেন নয় সেটা আদালতকে জানানো হোক ।
ধীরজ ত্রিবেদী বলেন, "এটা পিএমএলএ অ্যাক্টের মামলা । আমরা আর্থিক তছরুপ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে অভিযোগ জানিয়েছি । এর সঙ্গে পঞ্জি মামলার কোনও যোগ নেই । আমরা তদন্ত করছি সেই জন্য সমন পাঠানো হয়েছে । সঞ্জয় বসু পিনকন স্পিরিট লিমিটেডের কিছু মামলা দেখা শোনা করতেন । তার জন্য 83 লক্ষ টাকা নিয়েছিলেন 2014-17 এই সময়ে । এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে সমন পাঠানো হয়েছিল ।"