কলকাতা, 20 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট । বুধবার আবেদন খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ । শুনানিতে সিবিআইয়ের তরফ থেকে আবেদন জানানো হয়, যেহেতু মূল মামলা দিল্লিতে, তাই এই আদালত (কলকাতা হাইকোর্ট) এই মামলা শুনতে পারে না । তার পরেই আজ জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট ।
গরুপাচার মামলায় সিবিআই গ্রেফতার করার পরেই জামিনের আবেদন জানিয়ে আদালতের দারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন । গরুপাচার মামলায় পিএমএল-এ ধারা যুক্ত হওয়ার অবকাশ আছে । ইডি এই মামলা হাতে নিতে চায় কি না, জানতে চেয়েছিল আদালত । পাশাপাশি মামলার বিচার কোথায় হাওয়া উচিত, সেই এক্তিয়ার নিয়ে মামলা বিচারাধীন ছিল দিল্লি হাইকোর্টে । এ দিন সিবিআইয়ের তরফে পরিষ্কার জানানো হয়, যেহেতু দিল্লি হাইকোর্টে সায়গলের বিচার চলছে, তাই একই সঙ্গে কলকাতা হাইকোর্টেও এই মামলার বিচার হতে পারে না । তা এক্তিয়ার বর্হিভূত ।