কলকাতা, 8 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা খারিজ করল হাইকোর্ট । মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে নমাজ পড়া নিয়ে আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির ৷ একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে খুশি করতে প্রকাশ্যে নমাজ পড়েন তিনি, এই দাবিতে নমাজ পড়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয় ।
আবেদনকারী বিজেপি সদস্য নাজিয়া ইলাহি খানের দাবি, মুখ্যমন্ত্রী এইভাবে নিজের প্রচার করতে চান । তিনি একজন হিন্দু । তাই ওই ভাবে খোলাখুলি নামাজ পড়ার (Mamata Banerjee Namaz at Red Road) বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত । প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (Justice Prakash Shrivastava) জানিয়ে দিল, এই ধরনের জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করবে না আদালত (Calcutta High Court rejects PIL over Mamata Banerjee Namaz at Red Road) ।