পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kalighater Kaku Bail Plea Rejected: স্ত্রীর অন্ত্যেষ্টিতে যোগ দিতে কালীঘাটের কাকুর জামিনের আবেদন খারিজ হাইকোর্টের - সুজয়কৃষ্ণ ভদ্র

স্ত্রীর অন্ত্যেষ্টিতে যোগ দিতে জামিনের আবেদন করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ৷ সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

Kalighater Kaku Bail Plea Rejected
Kalighater Kaku Bail Plea Rejected

By

Published : Jun 27, 2023, 4:38 PM IST

Updated : Jun 27, 2023, 4:51 PM IST

কলকাতা, 27 জুন: স্ত্রীর অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য হাইকোর্ট থেকে কোনও স্বস্তি পেলেন না সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত । তবে মৌখিকভাবে আদালত জানিয়েছে, জেলের নিয়ম অনুযায়ী আবেদন করলে প্যারোলে ছাড়া যেতে পারে । তবে হাইকোর্ট সে ব্যাপারে ঢুকছে না । তাঁর সাময়িক জামিনের আবেদন শুক্রবার বিবেচনা করবে আদালত ।

জামিনের আবেদন কালীঘাটের কাকুর: মঙ্গলবার সুজয়কৃষ্ণ ভদ্রের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "আমরা অন্তত 15 দিনের জন্য জামিন চাইছি । স্ত্রী মারা গিয়েছে ।" বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন বলেন, "সেটা পরে বিবেচনা করব । জেল যদি প্যারোল দেয় আদালতের আপত্তি নেই ।"

প্যারোল দিল না আদালত: ইডির তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কালীঘাটের কাকুকে এসকর্ট ছাড়া প্যারোল দিলে তথ্য-প্রমাণ নষ্ট হওয়ার আশংকা রয়েছে । বিচারপতি জানান, কোর্ট কোনও প্যারোল দিচ্ছে না । জেল যদি প্যারোল দেয়, সে ক্ষেত্রে এসকর্ট যাতে দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হবে ।

স্ত্রীর মৃত্যুর আগেই জামিনের আবেদন: শ্মশান যাত্রায় অংশ নেওয়ার জন্য আজ জেল কোড অনুযায়ী ছাড়া হতে পারে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে । স্ত্রী মারা যাওয়ায় কিছুক্ষণ আগে জরুরি জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেন তিনি ।

আরও পড়ুন:কালীঘাটের কাকু ও সিভিক ভলান্টিয়ারকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি

নিয়োগ দুর্নীতিতে বন্দি সুজয়কৃষ্ণ ভদ্র: উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জেরার পর ইডি গ্রেফতার করেছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মচারী সুজয়কৃষ্ণ ভদ্র নিয়োগের কয়েক কোটি টাকা একাধিক কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন বলে ইডি ইতিমধ্যে তথ্য পেয়েছে । সম্প্রতি তাঁর বেহালার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ জানা গিয়েছে, তল্লাশি চালানোর পর বেশ কিছু নথি ও ডিজিটাল নথি হাতে এসেছে ইডি-র ৷ সেই সব নথি ঘেঁটে এবং কালীঘাটের কাকুর ফোন থেকে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি থেকে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে, সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগাযোগ ছিল একাধিক প্রভাবশালী ব্যক্তির ৷

Last Updated : Jun 27, 2023, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details